ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের পিডিবি সরকারি চাকরির আশ্বাস ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক হানিফ টঙ্গী থানা মহিলা যুবলীগ সভাপতি নাসরিন এর দাপটে হচ্ছে হত্যা আর অন্যের জমি জবর দখল! নাসরিনকে গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের

আজমিরীগঞ্জ -বানিয়াচং  শরিফ উদ্দিন সড়ক  বেহাল অবস্থা

মোঃ আংগুর মিয়া আজমিরীগঞ্জ সংবাদদাতা (হবিগঞ্জ)
  • আপডেট টাইম : ০৬:৩৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • / ৬১ ৫০০০.০ বার পাঠক

আজমিরীগঞ্জ বানিয়াচং (শরীফ উদ্দিন) সড়কের সংস্কারের জন্য  ৩২ কোটি টাকার মেগা প্রকল্প টেন্ডারের অপেক্ষায়। যানবাহনে চলাফেরা রীতিমত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে,  বর্তমানে এই রাস্তার দুরবস্থার কারণে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মানুষ  চলা চল করছে । ফলে সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ও বাড়ছে। উপরন্তু রাস্তার বেহাল অবস্থা সব মিলিয়ে মানুষের জীবন আজ বিপর্যস্ত, ভয়াবহ ধারণ করেছে ।আজমিরীগঞ্জ উপজেলা জেলা সদরের সাথে একমাত্র  যোগাযোগের অবলম্বন হচ্ছে শরিফ উদ্দিন সড়ক ও আজমিরীগঞ্জ  বানিয়াচং  ভায়া শিবপাশা  সড়ক  সেই  সড়ক গুলোর বেহাল দশা হয়ে পড়েছে। কোথাও কোথাও  পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে  গর্তের। বৃষ্টি হলেই দেখা যায় এ যেন রাস্তা  নয় ছোট বড় পুকুর, কোথাও সড়ক ধসে পড়েছে,  চলাচলের অযোগ্য। এক পাশ থেকে রাস্তা সংস্কার করা হয়, আরেক পাশ দিয়ে নষ্ট হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়  আজমিরীগঞ্জে উপজেলা সদরে মুল প্রবেশদ্বার  থেকে শুরু করে  জলসুখা ঈদগাহ সামন এবং  ঝিংরি ব্রীজের গোড়ার সংযোগ স্থানে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়ে ছোট বড় পুকুরে পরিনত হয়েছে  ,  গাড়ি চলাচলের সময় যেন নেীকার  মতো ঢেউ খেলে  কখন  যেন গাড়ি  উল্টে যায়,  সড়কটির এমন ভাঙ্গন ও বেহাল দশা থাকলেও ছোটবড় যানবাহন চালকদের জন্য সতর্কীকরণে নেই কোন সতর্কীকরণ বোর্ড নেই। এরই মাঝে ঝুকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজি, মালামালবাহী ট্রাক,পিক আপ সহ  শতশত যানবাহন।এসময় স্থানীয় লোকজনের সঙ্গে  আলাপকালে বেশ কয়েকজন  জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘদিনেও এসব ভাঙ্গন সংস্কারের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।স্থানীয়রা জানান, সড়কটিতে শতশত যাত্রীবাহী, মালবাহী পরিবহন চলাচল করে। সড়কটির দ্রুত মেরামত না করা হলে যেকোন সময় ঘঠবে বড়ধরনের দুর্ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই রাস্তার সংষ্কার  কাজের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের  আমলের ৩২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন হয়।  ভাটি এলাকার  জনগনের শঙ্কা  জেগেছে বৈষম্য  বিরোধী  ছাত্র  আন্দোলনে সরকার  পতন হওয়র পর কি এই মেরামতের মেগা প্রকল্পর হবে কি না বাদ হয়ে যাবে।  
সড়ক ও জনপদ বিভাগের   নির্বাহী প্রকৌশলী (সওজ) শাকিল  মোহাম্মদ  ফয়সাল এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান পূর্ণ  সংষ্কারের জন্য ৩২কোটি টাকার মেগাপ্রকল্প টেন্ডার আহ্বান  করা হয়েছে ।এটি আগামী  ২ তারিখ ওপেন  হবে সিলেট জোন অফিস  থেকে। আপাতত  ট্রাক পাটিয়ে যেখানে যতটুকু মেরামত  করা যায় ততটুকু করতেছি। তিনি  আরও জানান আপাতত  ৩২কোটি মেগাপ্রকল্প ঠিক  রয়েছে, ২তারিখ ওপেন হলে  টেন্ডার কে পাবে মন্ত্রনালয়ে যাবে।  এটিত জনসাধারণের প্রয়োজনের  পরিবর্তনের সম্ভাবনা কম।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আজমিরীগঞ্জ -বানিয়াচং  শরিফ উদ্দিন সড়ক  বেহাল অবস্থা

আপডেট টাইম : ০৬:৩৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

আজমিরীগঞ্জ বানিয়াচং (শরীফ উদ্দিন) সড়কের সংস্কারের জন্য  ৩২ কোটি টাকার মেগা প্রকল্প টেন্ডারের অপেক্ষায়। যানবাহনে চলাফেরা রীতিমত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে,  বর্তমানে এই রাস্তার দুরবস্থার কারণে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মানুষ  চলা চল করছে । ফলে সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ও বাড়ছে। উপরন্তু রাস্তার বেহাল অবস্থা সব মিলিয়ে মানুষের জীবন আজ বিপর্যস্ত, ভয়াবহ ধারণ করেছে ।আজমিরীগঞ্জ উপজেলা জেলা সদরের সাথে একমাত্র  যোগাযোগের অবলম্বন হচ্ছে শরিফ উদ্দিন সড়ক ও আজমিরীগঞ্জ  বানিয়াচং  ভায়া শিবপাশা  সড়ক  সেই  সড়ক গুলোর বেহাল দশা হয়ে পড়েছে। কোথাও কোথাও  পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে  গর্তের। বৃষ্টি হলেই দেখা যায় এ যেন রাস্তা  নয় ছোট বড় পুকুর, কোথাও সড়ক ধসে পড়েছে,  চলাচলের অযোগ্য। এক পাশ থেকে রাস্তা সংস্কার করা হয়, আরেক পাশ দিয়ে নষ্ট হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়  আজমিরীগঞ্জে উপজেলা সদরে মুল প্রবেশদ্বার  থেকে শুরু করে  জলসুখা ঈদগাহ সামন এবং  ঝিংরি ব্রীজের গোড়ার সংযোগ স্থানে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়ে ছোট বড় পুকুরে পরিনত হয়েছে  ,  গাড়ি চলাচলের সময় যেন নেীকার  মতো ঢেউ খেলে  কখন  যেন গাড়ি  উল্টে যায়,  সড়কটির এমন ভাঙ্গন ও বেহাল দশা থাকলেও ছোটবড় যানবাহন চালকদের জন্য সতর্কীকরণে নেই কোন সতর্কীকরণ বোর্ড নেই। এরই মাঝে ঝুকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজি, মালামালবাহী ট্রাক,পিক আপ সহ  শতশত যানবাহন।এসময় স্থানীয় লোকজনের সঙ্গে  আলাপকালে বেশ কয়েকজন  জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘদিনেও এসব ভাঙ্গন সংস্কারের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।স্থানীয়রা জানান, সড়কটিতে শতশত যাত্রীবাহী, মালবাহী পরিবহন চলাচল করে। সড়কটির দ্রুত মেরামত না করা হলে যেকোন সময় ঘঠবে বড়ধরনের দুর্ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই রাস্তার সংষ্কার  কাজের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের  আমলের ৩২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন হয়।  ভাটি এলাকার  জনগনের শঙ্কা  জেগেছে বৈষম্য  বিরোধী  ছাত্র  আন্দোলনে সরকার  পতন হওয়র পর কি এই মেরামতের মেগা প্রকল্পর হবে কি না বাদ হয়ে যাবে।  
সড়ক ও জনপদ বিভাগের   নির্বাহী প্রকৌশলী (সওজ) শাকিল  মোহাম্মদ  ফয়সাল এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান পূর্ণ  সংষ্কারের জন্য ৩২কোটি টাকার মেগাপ্রকল্প টেন্ডার আহ্বান  করা হয়েছে ।এটি আগামী  ২ তারিখ ওপেন  হবে সিলেট জোন অফিস  থেকে। আপাতত  ট্রাক পাটিয়ে যেখানে যতটুকু মেরামত  করা যায় ততটুকু করতেছি। তিনি  আরও জানান আপাতত  ৩২কোটি মেগাপ্রকল্প ঠিক  রয়েছে, ২তারিখ ওপেন হলে  টেন্ডার কে পাবে মন্ত্রনালয়ে যাবে।  এটিত জনসাধারণের প্রয়োজনের  পরিবর্তনের সম্ভাবনা কম।