গাজীপুরের কালিয়াকৈরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
- আপডেট টাইম : ১২:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ৭০ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈরে বৈষম্য বিরোধী আন্দোলনের আওতায় ছাত্ররা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় সাধারণ মানুষও এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় দিকে কালিয়াকৈর কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে ছাত্ররা একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করেন। সভায় ছাত্র নেতারা ভারতের বিভিন্ন ধরনের আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তাদের মতে, ভারত কখনোই বাংলাদেশের প্রকৃত বন্ধু হতে পারে না। বরং, তারা সবসময় নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এ সম্পর্কের কারণে বাংলাদেশকে নানান সমস্যার মুখোমুখি হতে হয়েছে বলে তারা অভিযোগ করেন।
ছাত্র নেতারা আরও অভিযোগ করেন, ভারত বাংলাদেশে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পুনরায় ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে বলে দাবি করেন।
আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর পুনরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এছাড়াও, তারা বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সকল ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।