আজমিরীগঞ্জ উপজেলা যুব ফোরামের শান্তি – সম্প্রীতি বজায় রাখতে আলোচনা ও র্যালী
- আপডেট টাইম : ০৪:৪৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ৪৩ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ উপজেলা যুব ফোরামের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার আজমিরীগঞ্জ বাজারের একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পরবর্তী একটি র্যালী আজমিরীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আজমিরীগঞ্জ থানার সামনে গিয়ে সমাপ্ত হয়। এ সময় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ যুব ফোরামের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ভোরের ডাকের আজমিরীগঞ্জ প্রতিনিধি মো. মুজিবুর রহমান মুজিব, সংগঠনের জেলা কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমান, ফিল্ড অফিসার মোঃ মনিরুল হক, আহ্বায়ক মোঃ কপিল উদ্দিন, যুগ্ম আহবায়ক কনৌজ ব্যানার্জী, সদস্য সচিব মোঃ আজমুল হোসেন, যুগ্ম আহবায়ক ফরিদা আক্তার, যুগ্ম আহবায়ক পপি আক্তার সহ অনান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।