মঠবাড়িয়ায় বিএনপি নেতা জাকির হোসেন মৃর্ধার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ বহিষ্কারের দাবি

- আপডেট টাইম : ০৫:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ১৩২ ৫০০০.০ বার পাঠক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধার ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রোববার Jcd Sahadat Hosen (জেসিডি শাহাদাৎ হোসেন) নামে এক যুবক তার ফেসবুক আইডি থেকে বিএনপি নেতা জাকির হোসেনের ইয়াবা সেবনের একটি ছবি পোষ্ট করলে মূহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। বিএনপি নেতার এমন ছবি ফেসবুকে দেখে অনেকেই কমেন্টেসে তাকে দল থেকে বহিষ্কারের দাবী জানিয়েছেন মঠবাড়িয়া উপজেলার বিএনপি নেতা কর্মীরা। এছাড়া ওই নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সখ্যতার অভিযোগ রয়েছে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, গত কয়েকদিন ধরে তিনি টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের শেল্টার দিচ্ছেন। পালিয়ে যাওয়া আওয়ামীলীগ নেতাদের এলাকায় ফিরিয়ে আনছেন।
এব্যাপারে সাপলেজা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা জানান, রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ছবিটি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।
এব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল জানান, এগুলো দল পরিপন্থি কাজ। আমরা এঘটনার সমর্থন করিনা।
পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন জানান, মাদক সেবনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়। এছাড়া আওয়ামী লীগের সাথে সখ্যতার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।