চরফ্যাশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত
- আপডেট টাইম : ০৫:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- / ৯২ ৫০০০.০ বার পাঠক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পূর্ব ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মিলাদ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাতসহ আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। শুক্রবার বিকেলে আছোর নামাজ শেষে উপজেলা সদরে অবস্থিত বিএনপি কার্যালয়ে শতশত নেতাকর্মীর উপস্থিতিতে স্লোগানে স্লোগানে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া,সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,যুবদল সম্পাদক ও প্রেসক্লাব সম্পাদক শহীদুল ইসলাম দুলাল স্বেচ্ছাসেবকদল সভাপতি মীর সায়েদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর মো: আজাদ,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিঠু,উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ও পৌর যুবদল নেতা বাধন খান,ছাত্রদল সভাপতি আলী মালতীয়া ও সিনিয়র সহসভাপতি মো: তারেক প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতশত নেতৃবৃন্দ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।