কালিয়াকৈরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগপত্র জমা দিলেন
- আপডেট টাইম : ১১:২৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- / ৭৪ ৫০০০.০ বার পাঠক
কালিয়াকৈরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগপত্র জমা দিলেন।
গাজীপুর জেলার কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
বুধবার (১৪ আগস্ট) বেলা এগারোটার দিকে স্কুলের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়মের একাধিক অভিযোগ উপস্থাপন করেন ঐ স্কুলের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের কাছ থেকে ৫০ টাকা করে নেয়। তিনি মূল্যায়ন পরীক্ষার নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে হাতিয়ে নিয়েছেন। কিন্তু মূল্যায়ন পরীক্ষা বাস্তবায়ন করেনি।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্কুলের ছাত্রদের দিয়ে দোকান থেকে সিগারেট কিনে এনে স্কুলের অফিস কক্ষে ধুমপান (সিগারেট) করে। আমরা শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছ থেকে সিগারেট খাওয়া শিখতে স্কুলে আসি না। আমরা শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে কোন নেশাখোর শিক্ষক চাইনা।
এদিকে জানা গেছে, গত ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে আটজন শিক্ষকের ১৬ মাসের বেতন আটকে দেয়ার অভিযোগও রয়েছে এই আলকাছ উদ্দিনের বিরুদ্ধে।
ইতিমধ্যে দুইজন ঐ স্কুলের দুই জন শিক্ষকের তিন মাসের বেতন আটকে রেখেছে এই আলকাছ উদ্দিন। এমন তথ্য পাওয়া গেছে স্কুলের একাধিক শিক্ষকদের কাছ থেকে।
অপরদিকে, গত বছর এসএসসি টেস্ট পরীক্ষার সময় ২৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করলেও ৪৫ কৃতকার্য হয়। পরে এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর কাছ থেকে এক হাজার, দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর কাছ থেকে দুই হাজার, তিন বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজার এবং চার/পাঁচ/ছয় বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছ আট থেকে দশ হাজার টাকা নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে সুবিধা করে দেয় এই আলকাছ উদ্দিন।
আবার, কালিয়াকৈরে শুক্রবার সাপ্তাহিক হাটের দিন গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করতে আসেন অনেকেই। এসব বিক্রেতাদের কাছ থেকে প্রতি শুক্রবার চাঁদা তুলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ রকম নানা অভিযোগ তুলে ধরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
অবশেষে প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন পদত্যাগ করতে বাধ্য হন। পরে স্বইচ্ছায় পদত্যাগ করেন।
মোঃ দুলাল আহমেদ দোলন নিউজ পাঠিয়েছে বলে উল্লেখ থাকবে।
গাজীপুর জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি