টঙ্গীতে গণপিটুনিতে দুই জন নিহত, ঝিল থেকে আরেক লাশ উদ্ধার
- আপডেট টাইম : ১০:৪২:৪৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ আগস্ট ২০২৪
- / ৫১ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছে। একই দিন রেললাইনের পাশে একটি ঝিল থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে শিলমুন আকিজ বেকার্সের পিছনে রেললাইন সংলগ্ন একটি ঝিল থেকে সুজন সরকার (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ব্রাহ্মণখালী গ্রামের মৃত হরিদাসের ছেলে।
অপরদিকে, বিকেলে টঙ্গী বাজার এলাকায় ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাত নামা তিন ব্যক্তিকে গণপিটুনি দেয় মহাসড়কে ট্রাফিকের দায়িত্বরত স্বেচ্ছাসেবক ও উত্তেজিত জনতা। এসময় কৌশলে একজন পালিয়ে গেলেও ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, টঙ্গী বাজার এলাকায় পেট্রোল পাম্পের সামনে বিকেল তিনটার দিকে উত্তেজিত ২০/৩০ জন যুবক ছিনতাইকারী সন্দেহে তিন ব্যক্তিকে আটক করে । এর মধ্যে একজন কৌশলে পালিয়ে যায়। অপর দুইজনকে কয়েক দফা পেটানো হয়। একপর্যায়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। পরে তাদের মৃত্যু হলে তারা সটকে পরেন। এসময় স্থানীয়রা লাশ ভ্যানে করে টঙ্গী পূর্ব থানার পাঠিয়ে দেয়। মৃত দুই ব্যক্তি টোকাই এবং মাদক সেবন করতেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, পৃথক ঘটনায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
###
টঙ্গী থেকে