পদত্যাগ করলেন জাবির ভিসি ও রেজিস্ট্রার
- আপডেট টাইম : ০৪:০৬:০৪ অপরাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০২৪
- / ২৫ ৫০০০.০ বার পাঠক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি প্রফেসর মো. নূরুল আলম ও রেজিস্ট্রার আবু হাসান পদত্যাগ করেছেন। বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তারা।
এদিকে প্রায় দেড় মাস পর আগামী রোববার থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ইতোমধ্যে আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।
বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
দেশের বর্তমান পরিস্থিতির উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান সার্কের
অফিস আদেশে বলা হয়, বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। নিয়মিত বৈধ শিক্ষার্থীরা নিজ পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবে। সাবেক শিক্ষার্থী ও বহিরাগতরা কোনোভাবেই হলে থাকতে পারবে না। এ বিষয়ে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
এতে আরও বলা হয়, আগামী রোববার হতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম (উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রাম ব্যতীত) যথারীতি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষা কার্যক্রম যথারীতি চালু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।