কালিয়াকৈরে উল্লাসে ছাত্ররা ও সাধারণ মানুষ
- আপডেট টাইম : ১২:০৪:৫১ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০২৪
- / ৬৩ ৫০০০.০ বার পাঠক
স্বৈরাচারী অবৈধ জালিম সরকারের পদত্যাগ ও দেশ থেকে পলায়নের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারাদেশের মতো গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সদরসহ গ্রামে গ্রামে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, সাধারণ জনতা ও কালিয়াকৈর উপজেলার বিএনপি অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এসময় উপস্থিত সকলেই উল্লাসে ফেটে পড়েন এবং মিছিলে মিছিলে ও বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন।
সাধারণ মানুষেরা বলেন, এই স্বৈরাচারী জালিম অবৈধ সরকারের জুলুমের হাত থেকে দেশ ও সাধারণ মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ রক্ষা পেয়েছি। এসময় বিজয় উল্লাস মিছিলে থাকা বক্তব্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বক্তব্য রাখেন।
এসময় এই আনন্দ মিছিল হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে।