শরীয়তপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষ, আহত ২৫ এ সময় ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়
- আপডেট টাইম : ০৫:৩৪:৩২ অপরাহ্ণ, রবিবার, ৪ আগস্ট ২০২৪
- / ৯৬ ৫০০০.০ বার পাঠক
ছবি:সময়ের কন্ঠ
শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানা এলাকায় এক দফা দাবিতে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এ সময় ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং ডিএমখালি ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ও পেট্রোলপাম্পসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। আন্দোলনকারীরা আজ রোববার সকাল থেকে চট্টগ্রাম-খুলনা মহাসড়ক অবরোধ করলে বিকেল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, বিকেলের দিকে পুলিশ ওই মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
শরীয়তপুর জেলা পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও আন্দোলনকারীরা জানান, সকাল ৯টা থেকে সখিপুর থানার ডিএমখালি এলাকায় অবস্থান নেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সকাল ১০টার দিকে সেখানে আসেন স্থানীয় সিরাজ সিকদার কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ২৫ জন আহত হন।এখন যোগাযোগমন্ত্রী নতুনভাবেই পায়তারা করছেন নেট বন্ধ করে দিয়ে কি বুঝাতে চাচ্ছেন জাতিকে