কালিয়াকৈরে বৈষম্য বিরোধী ছাত্রদের গণ মিছিল ও সড়ক অবরোধ
- আপডেট টাইম : ০৫:১৭:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ২ আগস্ট ২০২৪
- / ১০৭ ৫০০০.০ বার পাঠক
সারাদেশের মতো গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল এর আয়োজন করা হয়েছে। গণমিছিল শেষে ছাত্ররা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুক্রবার (০২ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার সফিপুর বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো এ কর্মসূচি পালন করেন।
পুলিশ ও আন্দোলনকারী ছাত্র সংগঠন সূত্রে জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে গণমিছিলের আয়োজন করেন। গণমিছিল শেষে ছাত্ররা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর আনসার ভিডিপি একাডেমী গেটের সামনে অবস্থানের মাধ্যমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। সড়ক অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এসময় তীব্র ভোগান্তিতে পড়েন গণপরিবহনে থাকা যাত্রীরা ও পথচারীরা।
এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবির সদস্যরের অবস্থান করতে দেখা যায়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো মহাসড়ক অবরোধ করে তাদের কর্মসূচি পালন করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
এদিকে কালিয়াকৈর বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদের জুমার নামাজ শেষে মসজিদের সামনের সড়কে বৈষম্য বিরোধী ছাত্রদের ও গণমানুষের উপস্থিতি দেখা গেছে। এসময় তারা ৭ মিনিট বিভিন্ন স্লোগান ও বক্তব্য রাখেন। পরে সবাইকে যার যার মতো চলে যেতে দেখা গেছে।