সংবাদ শিরোনাম ::
বিচারপতি অসুস্থ: ৬ সমন্বয়ককে ফেরত চেয়ে করা রিটের আদেশ পেছাল
আদালত রিপোর্টার
- আপডেট টাইম : ০৬:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ৮৭ ৫০০০.০ বার পাঠক
এক বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ হবে না।
বুধবার (৩১ জুলাই) সকালে সংশিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলন প্রধান বিচারপতির কাছে ছুটি নেন। সেখানে অসুস্থতার কারণ দেখান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান বিচারপতির দপ্তর। গতকাল মঙ্গলবার তাকে ফের ৬ মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
এর আগে সোমবার (২৯ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে আটক থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে ফেরত দিতে হাইকোর্টে আবেদন করা হয়। বিচারপতি খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।
আরো খবর.......