কালিয়াকৈরে মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

- আপডেট টাইম : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ১২৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় রবিবার (১৪ জুলাই) বাসের চাপায় মোটরসাইকেল আরোহী জিসান ফরহাদ(৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
মহাসড়কে দূর্ঘটনায় নিহত জিসান ফরহাদ গাজীপুর জেলার বাসন থানাধীন সামান্তপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর এলাকার রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া গতিতে একটি মিনিবাস মোটরসাইকেলটিকে চাপা দিলে চালক জিহান ফরহাদ গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, নিহতের লাশটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।