কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায়
- আপডেট টাইম : ০৫:০৯:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ৭৮ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। এসময় ভেজাল পণ্য বিক্রির দায়ে একাধিক দোকানে ৫১ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাউছার আহাম্মেদ বলেন, জনসাধারণের চলাচলের জন্য ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই আবারও ফুটপাতের ওই স্থানগুলোতে কিছু লোক দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি করে। এজন্য ফুটপাতের এসব অবৈধ দোকান পুনরায় উচ্ছেদ করা হচ্ছে।
এছাড়াও আইন অমান্য করার অপরাধে কয়েকজনকে আটক করা হয়। কিন্তু বাজার বণিক সমিতির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে কথা দেয় ফুটপাতে আর কখনও কোন দোকান কেউ বসাবে না।
এজন্য অবৈধ দোকান উচ্ছেদের পর পুনরায় ফুটপাতে দোকান বাসানোর অপরাধে কালাম মিয়া নামের এক ব্যক্তিকে এক হাজার ও ভেজাল পন্য বিক্রির অপরাধে লাবনী ষ্টোর -১ ও লাবানী ষ্টোর -২ কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যান্যদের বনিক সমিতির জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
কাউকে ফুটপাত দখল করে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে দেবোনা এবং খাদ্যে ভেজাল, ওজনে কারচুপি’র বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে বলে জানান কালিয়াকৈর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার আহাম্মেদ।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে জনসাধারণ স্বাগত জানান।
এ অভিযান চলাকালে খাদ্য নিরাপত্তা বিভাগের (বিএসটিআই) সিনিয়র পরীক্ষক মোঃ কামরুল পলাশ, ইন্সপেক্টর আবিদ হাসনাত, কালিয়াকৈর থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মচারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।