ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষনা

- আপডেট টাইম : ১১:৩৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / ১১৯ ৫০০০.০ বার পাঠক
২৬ জুন বুধবার দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২৫ ইং অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়। উক্ত বাজেটে সর্বমোট প্রায় ৪০ কোটি টাকা পৌরসভার উন্নয়ন খাত দেখিয়ে বাজেট ঘোষনা করা হয়। যার মধ্যে রয়েছে ফুলবাড়ী পৌরসভার রাস্তা ঘাট,হাট বাজার,ড্রেনেজ ব্যবস্থা, পানি পয়ঃনিষ্কাশন, ইমারত নির্মান,সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন সহ পৌরসভার জনগনের জীবনযাত্রার মান উন্নয়নে জনহিতকর অন্যান্ন উন্নয়ন ব্যায় স্থান পেয়েছে । ঘোষিত বাজেটে গত অর্থ বছরের আরোপিত কর বৃদ্ধি নাকরে পুনরায় বহাল রাখা হয়েছে।
বাজেট ঘোষনা সভার আগে ফুলবাড়ী পৌর মিলনাতয়নে ফুলবাড়ী শহর সমন্নয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সমন্নয় কমিটির সভা শেষে বাজেট ঘোষনা করেন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন। উক্ত সভায় ফুলবাড়ী পৌরসভার সকল কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পৌরসভার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন ও ফুলবাড়ী পৌর শহরের বিশেষ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাছাড়া স্থানীয় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক গন উপস্থিত ছিলেন।