শিবপাশায় ১২ কেজি গাঁজা সহ ৩ বিক্রেতা আটক মোটরসাইকেল জব্দ
- আপডেট টাইম : ০৩:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ৭৪ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জের শিবপাশায় ১২ কেজি গাঁজা সহ আব্দুল্লাহ, আব্দাল (৩২) আঙ্গুর মিয়া (২৯) ও আমির উদ্দিন (৩০) নামে তিন বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টায় শিবপাশা বাজারের অদূরে হবিগঞ্জ – আজমিরীগঞ্জ সড়কের ইসলামপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হল যথাক্রমে নেত্রকোনার মদন থানার কুলিয়াহাটি মাজপাড়ার বাসিন্দা মৃত- নুরুল ইসলামের পুত্র একই এলাকার দক্ষিণপাড়ার বাসিন্দা মৃত- তনু মিয়ার পুত্র ও আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের আনন্দপুর গ্রামের বাসিন্দা মৃত- হায়দার আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়,
আজমির্রীগঞ্জের শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল রবিবার বিকাল ৪ টায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানে বের হন। এদিকে বিকাল অনুমানিক সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা বাজারের অদূরে হবিগঞ্জ -আজমিরীগঞ্জ সড়কের ইসলামপাড়া ব্রীজ এলাকায় অবস্হান নেন। একই সময় তিন আরোহী সহ একটি মোটরসাইকেল আটককালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুুলিশ তাদের আটক করে পর তল্লাসি চালিয়ে আব্দুল্লাহ ওরফে আব্দালের নিকট থেকে যথাক্রমে ৫ +২ = ৭ কেজি ও আঙ্গুর মিয়ার নিকট থেকে ৫ কেজি সহ মোট- ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুুলিশ। এ সময় চালক আমির উদ্দিনকে আটক ও তার টিভিএস-১১০সিসি ( হবিগঞ্জ -হ-১২-২১২২) মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃতরা জানায়, তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ নিজ এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুুলিশ।
ছবি-