বাঁশের তৈরি পণ্য দিয়ে জীবিকা নির্বাহ করছেন পাটুনিরা
- আপডেট টাইম : ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ৬৯ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তর্পন ঘাট (গোলাবাড়ি ) পাটনি পাড়ায় বাড়ির উঠানে বসে নিবিড় মনে কাজ করছেন নারী-পুরুষ। তাদের কেউ বাঁশ চেঁছে কাজ করার জন্য উপযোগী করছে। কেউ সেই বাঁশের তৈরি পাত্রে রঙের প্রলেপ দিচ্ছে। কেউ ফুটিয়ে তুলছেন প্রাকৃতিক চিত্রসহ নানা ছবি। নিখুঁতভাবে দক্ষ হাতে তৈরি হচ্ছে ডালা, খই চালা , ধামা , কুলা , মাতল ইত্যাদি জিনিসপত্র ।
গ্রামের বাসিন্দা মৃত দীনেশ দাসের সহধর্মিনী শ্রী মতি পুতুল দাস বাড়ির উঠানে নিবিড় মনে কাজ করছেন । একই গ্রামের বাসিন্দা শ্রী বৃন্দাবন দাস বলেন তাদের তৈরি করা পণ্য গ্রাম থেকে কিনে নিয়ে গিয়ে এখন দেশের বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে । তিনি ও তার পরিবারের সদস্যরা বংশপরম্পরায় বাঁশশিল্প নিয়ে কাজ করছেন। ভালোবেসেই তারা এ কাজ করেন। তবে সচ্ছলতাও এসেছে এ শিল্পের হাত ধরে। স্থানীয়রা জানান পাটনি পাড়া গ্রামের অন্তত ( ৩০ )পরিবার হস্তশিল্পের সঙ্গে জড়িত । বাসের দাম বৃদ্ধি হওয়ায় ও দক্ষ জনবলের অভাবে এ পেশায় অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন । বৃন্দাবন দাসের বাপ-দাদারা বাঁশের এ শিল্পকর্ম তৈরিতে যুক্ত। তারাই কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। আর তিনি ১৯৭৫ সাল থেকে বাঁশের তৈরি শিল্পকর্মে মনোযোগী হন। তিনি বলেন, এ শিল্প দিয়ে আমার পরিবার সচ্ছলতা এসেছে। শিল্পকর্মের দামের বিষয়ে তিনি বলেন, প্রকারভেদে বাঁশের তৈরি একেকটি পণ্যের দাম, যেমন একটি কুলার দাম (৭০ ) টাকা, ছোট ডলার দাম ( ৫ ০) টাকা ছোট খই চলার দাম ( ৫০) টাকায় বিক্রি হচ্ছে ।