সংবাদ শিরোনাম ::
বরিশালে ঈগল পরিবহন উল্টেপরে নিহত পাঁচজন
রিপোর্টার মোঃ রায়হান হোসেন
- আপডেট টাইম : ১০:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ৬৯ ৫০০০.০ বার পাঠক
ঢাকা বরিশাল মহাসরকে আবারোই ঝরলো তাজাপ্রান।ঢাকা বরিশাল মহাসরকের ছয়মাইলে ম্যাজিক চা
সংলগ্নে ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নারিকেল গাছের সাথে ধাক্কা খেয়ে
উল্টে পরে ডুমরে মুছরে যায়।যায়গায়বসে ৫ জন মারা যায় আর সবাইকে গুরুতর অবস্থায় শেরে বাংলা মেডিকেল কলেজ নিয়ে যায়।তাদের অবস্থা আশংকা জনক।স্থানিয়রা যানায় সকাল ৬ টার দিকে ঈগলের পরিবহনের একটি গারি দ্রুত গতিতে এসে নারিকেল গাছের সাথে মেরে দেয়। খুবজোরে শব্দ শুনে এসে দেখে ঈগল পরিবহনের একটি গারি উল্টে পরে আছে।
গারির ভিতরের ৫ জন মৃত্য
বাকিদের গুরুতর অবস্থায় উদ্ধার করে।তাদের অবস্থা আশংকাজনক।
তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল পাঠানো হয়েছে।
আরো খবর.......