ফুলবাড়ীতে শ্যামলী কোচের ধাক্কায় অ্যাম্বুলেন্স চালক নিহত!
- আপডেট টাইম : ০৩:৩৯:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
- / ১০২ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের হাকিমপুর(হিলি)থেকে একটি এ্যাম্বুলেন্স আজ ১৮ই জুন(মঙ্গলবার)সকালে রোগী নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবার পথে ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি কোচের সাথে ওই এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে।এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক এহসান(৩৫)নিহত হন।এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী।।দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুছড়ে যায়।
মুঠোফোনে কথা হয় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(তদন্ত)শফিকুল ইসলামের সাথে।
তিনি জানান,আজ সকাল সাড়ে দশটায় একটি রোগীকে নিয়ে হাকিমপুর থেকে দিনাজপুরে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সটি।ঘটনাস্থল গুপ্তা প্লাইউডের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক নিহত হন।সে সময় বৃষ্টি হবার কারণে রাস্তায় লোকশূন্য থাকবার সুযোগটি নিয়ে ঘাতক কোচটি পালিয়ে যেতে সক্ষম হয়।
এই ঘটনায় নিহত চালকের পিতা বাদী হয়ে সড়ক আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।