উত্তরবঙ্গগামী মানুষের ঈদ যাত্রা শুরু: চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
- আপডেট টাইম : ১০:১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ১০০ ৫০০০.০ বার পাঠক
আসছে ঈদ উল আযহা। এই ঈদকে সামনে রেখে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিম উত্তরাঞ্চলের ২৭ টি জেলার প্রবেশপথ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাস কাউন্টার গুলোতে আসতে শুরু করেছে উত্তরবঙ্গগামী ঘরমুখী মানুষ।
গাজীপুর জেলা সহ পাশের এলাকায় কর্মরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদ উল আযহা উপলক্ষে কয়েকদিনের ছুটি পেয়ে যাত্রা শুরু করেছেন নারীর টানে নিজ নিজ জন্মভূমিতে। এতে বাস কাউন্টার গুলোতে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার বাস কাউন্টার গুলোতে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর দুইটা পর্যন্ত চাপ কম থাকলেও দুইটার পর থেকে উত্তরবঙ্গগামী ঘরমুখী মানুষের চাপ অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে।
চন্দ্রায় উত্তরবঙ্গগামী একাধিক বাস কাউন্টারের মালিকদের সাথে কথা বলে জানা গেছে, গত ঈদ উল ফিতরের তুলনায় এই ঈদে উত্তরবঙ্গগামী যাত্রীদের চাপ তুলনামূলকভাবে অনেক বেশি। এরই মধ্যে যে সকল যাত্রীরা বাসের অগ্রিম টিকেট ক্রয় করেছেন তাদের মধ্যে অনেকেই সপরিবারে নিজ নিজ গন্তব্য স্থলে যাওয়ার জন্য যাত্রা করেছেন।
এদিকে বৃহস্পতিবার বেলা তিনটার সময় থেকে দেখা গেছে চন্দ্রা উড়াল সেতুর নিচ দিয়ে নবনির্মিত ফুট ওভারব্রিজ দিয়ে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়। যেন তিল ধারণের ঠাঁই নেই। ঘরমুখী মানুষের ভিড়ে ফুট ওভারব্রিজ প্রতিনিয়তই পরিপূর্ণ থাকছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাসহ গাজীপুর চৌরাস্তা এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসনে পুলিশ সদস্যদের তৎপরতা চোখে পড়ার মতো।
উত্তরবঙ্গগামী একাধিক বাস চালকেরা বলেন, সড়কে পুলিশ সদস্যরা যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখছেন। যে কারণে এই ঈদে সড়কে যানজট হবে না বলে আশা করছি।
নাওজোর হাইওয়ে থানার ওসি বলেন, ঈদ উল আযহা উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের প্রবেশপথ চন্দ্রা এলাকায় যাত্রীদের ভোগান্তি লাঘবে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরাসহ উন্নত প্রযুক্তির ড্রোন ক্যামেরা দ্বারা গাড়ির গতিবিধি ও যানজট হতে পারে এমন স্থানসহ চন্দ্রা এলাকায় কয়েক কিলোমিটার মহাসড়ক পর্যবেক্ষণ করে যাচ্ছি। এছাড়াও যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহাসড়কে যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখছেন পুলিশ সদস্যরা।