ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ফরজ বিধান পর্দা যেখানে নাই, সেখানে রহমত নাই -ছারছীনার পীর ছাহেব ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় বিএনপির মহাসচিব বরাবর লিখিত অভিযোগ! ব্যাংক খাত ধ্বংসের শুরুটা হয় এসকে সুরের হাত দিয়ে গ্যাস-সংকটে চট্টগ্রামে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা মাত্র ১০০ মিলিয়ন ঘনফুট হলে নতুন বিনিয়োগ বাড়বে ঢাকা রাজধানী শাজাহানপুর ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরে প্রতিবেশীদের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত দুই: তদন্তে পুলিশ নাসিরনগরে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও সামাজিক উন্নয়ন বিষয়ক এ্যাডভোকেসী সভা ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস থেকে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

জ্বীনের আগুন আতঙ্কে পার্বতীপুরে একটি পরিবার ও এলাকাবাসী

মোঃ জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার ।।
  • আপডেট টাইম : ১২:২২:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১২ জুন ২০২৪
  • / ৬৫ ৫০০০.০ বার পাঠক

পার্বতীপুরের রেলকলনীতে একটি বাড়িতে জিন কতৃক আগুন লাগানো হচ্ছে এমনটাই দাবি করছেন ওই ভুক্তভোগী পরিবার।ঘটনাটি ঘটেছে পৌরসহরের নিউ কলোনীর ধোপি পাড়ায়।

পরিবারের লোকজন বলছেন,গত ৩জুন(সোমবার)সকালে প্রথম আগুনের সূত্রপাত।এক স্থানের আগুন নিভাতে গেলে পুনরায় আরেক স্থানে আগুন জ্বলছে।এভাবেই চলছে সকাল থেকে গভীর রাত অব্দি।মনে হচ্ছে আমাদের বাড়িতে আগুন বিচরণ করছে।এজন্য হঠাৎ করে দফায়-দফায় আগুন ধরছে।উঠানের ভেজা কাপড়,আনলায় গুছিয়ে রাখা পরিধানের কাপড়,খাটের বিছানা-লেফ-তোশক কিছুই যেন রেহাই পাচ্ছে না।অগ্নিসংযোগের বহু কাপড় আমরা ফেলে দিয়েছি পুকুরে ।

কোথা থেকে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারছে না। গত ৮ দিনে প্রায় ২৮বার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এই ঘটনায় পরিবারসহ এলাকায় চরম আতঙ্কবস্থা বিরাজ করছে। ভ্যানচালক নুরুর বড় ছেলে সিয়াম বলেন,প্রথমে আমার চতুর্থ বোন শান্তার উপর ভর করে জ্বীন। সে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার কাছে টিকতে না পেরে পঞ্চম বোন নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদার উপর ভর করে ওই জ্বীন।এজন্য সানজিদা মাঝে-মাঝেই অস্বাভাবিক আচরণ করছে।কখনো-কখনো সে জ্ঞান হারিয়ে ফেলছে।আমাদের মনে হয়,কেউ শত্রুতা করে আমাদের বাড়িতে এই জ্বীন চালিয়ে দিয়েছে।এই আগুন আতঙ্কের কারণে আমার ভ্যানচালক বাবা ও আমি কোন কাজে যেতে পারছি না।ফলে বাড়িতে খাবারও নেই।এদিকে পোষাক পুড়ে যাওয়ায় পরিধানের কাপড় সংকটও রয়েছে।

ভ্যানচালক নুরু বলেন,সবাই বুঝে গেছে আমার বাড়ির ঘটনাটি জ্বীন দ্বারা পরিচালিত হচ্ছে।কারণ,এই আগুন লাগার বিষয়টি শুধু আমার বাড়িতে এবং দোকানেই ঘটছে।অন্য কোথাও ঘটছে না।এর জন্য আতঙ্কে প্রতিবেশীরা কেউ এগিয়ে আসছে না।অনেকেই আমাদের সাথে মিশতে ভয় পাচ্ছে।এরকম একটি ঘটনায় এপর্যন্ত প্রশাসন বা কোন জনপ্রতিনিধি আসলো না আমাদের খবর নিতে।আমরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি।

বিষয়টি সংবাদ কর্মীদের মাধ্যমে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) যানতে পেরে এই আগুন আতঙ্কিত অসহায় পরিবারটির খোজ খবর নিতে আসেন এবং অসহায় পরিবারটিকে অর্থ ও চালডাল সহ অন্যান খাদ্য সামগ্রী সহায়তা করেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জ্বীনের আগুন আতঙ্কে পার্বতীপুরে একটি পরিবার ও এলাকাবাসী

আপডেট টাইম : ১২:২২:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১২ জুন ২০২৪

পার্বতীপুরের রেলকলনীতে একটি বাড়িতে জিন কতৃক আগুন লাগানো হচ্ছে এমনটাই দাবি করছেন ওই ভুক্তভোগী পরিবার।ঘটনাটি ঘটেছে পৌরসহরের নিউ কলোনীর ধোপি পাড়ায়।

পরিবারের লোকজন বলছেন,গত ৩জুন(সোমবার)সকালে প্রথম আগুনের সূত্রপাত।এক স্থানের আগুন নিভাতে গেলে পুনরায় আরেক স্থানে আগুন জ্বলছে।এভাবেই চলছে সকাল থেকে গভীর রাত অব্দি।মনে হচ্ছে আমাদের বাড়িতে আগুন বিচরণ করছে।এজন্য হঠাৎ করে দফায়-দফায় আগুন ধরছে।উঠানের ভেজা কাপড়,আনলায় গুছিয়ে রাখা পরিধানের কাপড়,খাটের বিছানা-লেফ-তোশক কিছুই যেন রেহাই পাচ্ছে না।অগ্নিসংযোগের বহু কাপড় আমরা ফেলে দিয়েছি পুকুরে ।

কোথা থেকে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারছে না। গত ৮ দিনে প্রায় ২৮বার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এই ঘটনায় পরিবারসহ এলাকায় চরম আতঙ্কবস্থা বিরাজ করছে। ভ্যানচালক নুরুর বড় ছেলে সিয়াম বলেন,প্রথমে আমার চতুর্থ বোন শান্তার উপর ভর করে জ্বীন। সে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার কাছে টিকতে না পেরে পঞ্চম বোন নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদার উপর ভর করে ওই জ্বীন।এজন্য সানজিদা মাঝে-মাঝেই অস্বাভাবিক আচরণ করছে।কখনো-কখনো সে জ্ঞান হারিয়ে ফেলছে।আমাদের মনে হয়,কেউ শত্রুতা করে আমাদের বাড়িতে এই জ্বীন চালিয়ে দিয়েছে।এই আগুন আতঙ্কের কারণে আমার ভ্যানচালক বাবা ও আমি কোন কাজে যেতে পারছি না।ফলে বাড়িতে খাবারও নেই।এদিকে পোষাক পুড়ে যাওয়ায় পরিধানের কাপড় সংকটও রয়েছে।

ভ্যানচালক নুরু বলেন,সবাই বুঝে গেছে আমার বাড়ির ঘটনাটি জ্বীন দ্বারা পরিচালিত হচ্ছে।কারণ,এই আগুন লাগার বিষয়টি শুধু আমার বাড়িতে এবং দোকানেই ঘটছে।অন্য কোথাও ঘটছে না।এর জন্য আতঙ্কে প্রতিবেশীরা কেউ এগিয়ে আসছে না।অনেকেই আমাদের সাথে মিশতে ভয় পাচ্ছে।এরকম একটি ঘটনায় এপর্যন্ত প্রশাসন বা কোন জনপ্রতিনিধি আসলো না আমাদের খবর নিতে।আমরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি।

বিষয়টি সংবাদ কর্মীদের মাধ্যমে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) যানতে পেরে এই আগুন আতঙ্কিত অসহায় পরিবারটির খোজ খবর নিতে আসেন এবং অসহায় পরিবারটিকে অর্থ ও চালডাল সহ অন্যান খাদ্য সামগ্রী সহায়তা করেন।