ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

- আপডেট টাইম : ০৪:২০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
- / ১৪৬ ১৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দোকানপাড় এলাকায় সোমবার (১০ জুন) রাত সাড়ে নয়টার দিকে এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল ট্রাকের ধাক্কায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চন্দ্রা হতে যাত্রী নিয়ে চৌরাস্তা যাওয়ার জন্য সফিপুর পাড় হয়ে দোকানপাড় এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০ ৪৭৯৬) দ্রুত গতিতে ধাক্কা দিলে সাথে সাথেই মোটরসাইকেল আরোহী পাঠাও চালকের মৃত্যু হয়। পরে ঐ ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের নাম আবু সাঈদ (৩০)। তিনি কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া থেকে মোটরসাইকেল পাঠাও চালক হিসেবে কাজ করতেন। নিহত যুবক সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামের সামজুদ্দৌহারের ছেলে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের চালকসহ ট্রাক আটক করা হয়েছে। নিহতের মহদেহ আবেদনের প্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।