হত্যাকারীরা কোন দলের হতে পারেনা তাদের পরিচয় খুনী ,,মুক্তিযোদ্ধা মন্ত্রী,আ,ক,ম মোজাম্মেল হক
- আপডেট টাইম : ১২:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / ৭৪ ৫০০০.০ বার পাঠক
সন্ত্রাসী বা হত্যাকারীদের রাজনৈতিক দলীয় কোন পরিচয় থাকতে পারে না তাদের পরিচয় একটাই তারা হলো খুনী।
আর খুনী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।
কথা গুলো বলেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ,ক,ম মোজাম্মেল হক (এমপি)। তিনি আজ ১০জুন সোমবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পল্লী সংস্থান ও সড়ক রক্ষনা বেক্ষন কর্মসুচি-০৩ শির্ষক প্রকল্পের নারী কর্মিদের জমাকৃত সঞ্চয়ী টাকার চেক হস্তান্তর ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
পরে তিনি
উপজেলা মিলনায়তনের বাইরে অবস্থানকারী বিচার প্রার্থীদের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্রলীগ নেতা আল আমিন কে গত ৬ জুন দুপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
হত্যাকারীদের গ্রেফতার পুর্বক ফাঁসির দাবীতে কলেজ ছাত্র ও এলাকাবাসীরা ১০জুন উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ, ক,ম,মোজাম্মেল হক বলেন,আল আমীন হোসাইন খুনের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে,ইতিমধ্যেই একজন আসামি গ্রেফতার হয়েছে।অপরাধীরা যতই ক্ষমতাধর হোকনা কেন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাড়াতেই হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ,আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন সহ স্থানীয়রা। উল্লেখ্য গত ৬ জুন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ সংলগ্ন চন্দ্রা ডাইনকিনি মোড়ে দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে আল আমিন কে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত আলামিন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণী শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
এ ঘটনায় আল আমিনের বাবা মোতালেব হোসেন ওই দিনই বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।