রাণীশংকৈলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
- আপডেট টাইম : ০৯:৫৩:০২ পূর্বাহ্ণ, সোমবার, ১০ জুন ২০২৪
- / ৬১ ৫০০০.০ বার পাঠক
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী রাণীশংকৈলে কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনাসভার আয়োজনে করে। এ উপলক্ষে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ করে অতিথিরা ফিতা কেটে মেলা উদ্বাধন করেন। মেলায় স্থাপিত স্টলগুলো ঘুরে দেখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব , ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষাণ কৃষাণীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠিত মেলায় কন্দাল জাতীয় ফসলের নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরনের কৃষি পণ্য ১৩ টি স্টলে প্রদর্শন করা হয়েছে। আগামী মঙ্গল বার (১৩ জুন) বিকেলে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ৩ দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।