নবাবগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলামের যোগদান
- আপডেট টাইম : ০৮:৪১:৫১ পূর্বাহ্ণ, সোমবার, ১০ জুন ২০২৪
- / ৮৮ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো: রেজাউল ইসলাম। রবিবার (৯ই জুন) নতুন কর্মস্থল নবাবগঞ্জে যোগদান করেন তিনি।
বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুর রহমান এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন রেজাউল ইসলাম।
বুধবার সকালে উপজেলা ভুমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী আনুষ্ঠানিকভাবে নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম কে বরণ করে নেন।
গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত সফলতার সহিত ২ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেন তিনি। সেখান থেকে তাকে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হলে নতুন কর্মস্থল নবাবগঞ্জে যোগদান করেন।
জানা গেছে গাইবান্ধা সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে অনেক ভালো কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছিলেন রেজাউল ইসলাম। পরে নবাবগঞ্জে দায়িত্ব পালনকালে সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা চেয়েছেন তিনি। তাঁর বাড়ি লালমনিরহাট সদরে।