ঈদুল আযহা কে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে গাজীপুরের কামার
- আপডেট টাইম : ০৮:৩৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / ৮৭ ৫০০০.০ বার পাঠক
ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন একালার কামাররা। দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাদের ব্যস্ততা। এই ঈদে গরু, ছাগল, উটকে কুরবানি পশু হিসেবে জবাই করা হয়।
সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কুরবানির পশু জবাই চলে। এসব পশুর গোশত কাটতে দা-বটি, ছুরি-ছোরা, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার অপরিহার্য।
যেহেতু কুরবানির পশু কাটাকুটিতে চাই ধারালো দাঁ, বটি, চাপাতি ও ছুরি। তাই কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুং টাং শব্দে মুখর হয়ে উঠেছে কাশিমপুরের জিরানী বাজার ও নবীটেক্সটাইল এলাকার কামার শালাগুলো।
কয়েকজন কামারের সাথে কথা বলে জানা যায় সারা বছরের তুলনায় এসময় তাদের কাজের অনেক চাপ।
কোরবানির ঈদকে সামনে রেখে অনেক ব্যস্ত সময় পার করছেন কামাররা। পশু জবাইয়ের সরঞ্জামাদি কিনতেও লোকজন ভিড় করছেন তাদের দোকানে। আগে যে সব দোকানে দুজন করে শ্রমিক কাজ করতো, এখন সে সব দোকানে ৫-৬ জন করে শ্রমিক কাজ করছেন।
এ ব্যাপারে নবীটেক্সটাইল ও জিরানী বাজার এলাকার কামার সদস্য বলেন, সারা বছর কাজ কম থাকে। কুরবানির ঈদ এলে আমাদের কাজ বেড়ে যায় কয়েক গুণ। , কুরবানির ঈদ উপলক্ষে আমাদের বেচা কেনা দ্বিগুণ বেড়ে গেছে। তবে এখন থেকে রাত-দিন ২৪ ঘণ্টা বেচাকেনা হবে। এবং পুরাতনগুলো শান দিতে আমরা আরও বেশি ব্যস্ত হয়ে পরেছি।এখন আমরা ঠিক মত খাওয়ার সময়টাও পাব না এমনটাই বলছেন গাজীপুরের কামার শিল্পরা।।