কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৩
- আপডেট টাইম : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১৫৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী সাহা পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৩জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্র জানায়,উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বলিয়াদী সাহা পাড়া গ্রামের দয়াল চন্দ্র সাহার বাড়িতে ঘট সাজিয়ে শনিদেবের পুজার আয়োজন চলছিল। এসময় বিশ্বজিৎ চন্দ্র সাহা তাদের রাস্তা ছেড়ে পুজোর কাজ করতে বলেন। দয়াল সাহার পরিবারের পক্ষ থেকে এর প্রতিবাদ জানালে বিশ্বজিৎ সাহা ক্ষিপ্ত হয়ে আরো কয়েকজনকে সাথে নিয়ে হামলা চালিয়ে অঞ্জলি রানী সাহা (৬০), স্বর্না রানী সাহা (২৮) ও দয়াল চন্দ্র সাহাকে পিটিয়ে আহত করে।পরে স্থানিয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।
এঘটনায় দয়াল চন্দ্র সাহা বাদী হয়ে নকুল সাহা,বিশ্বজিৎ সাহার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কথা বলতে চাইলে এসআই ফেন্সি বিশ্বাস জুয়েল বলেন অভিযোগ পেয়েছি এখন আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন আছে।