সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন পাথরঘাটার মাঝেরচরে বিদ্যুৎ পেল ১৮৮ পরিবার
- আপডেট টাইম : ১২:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ৩৯৯ ৫০০০.০ বার পাঠক
বরগুনা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর মাঝেরচরে ১৮৮টি পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে চর কাকচিড়া মাঝেরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শেখ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাবির হোসেন, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সূর্য নারায়ণ ভৌমিক, মঠবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম নিত্যানন্দ কুন্ডু, পাথরঘাটা সাব জোনাল অফিসের এজিএম ইকবাল মাহদী, রায়হানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান রূপক, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম সাহা ও কাকচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস আলম পহলান প্রমুখ।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শেখ মোহাম্মদ আলী বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে বিষখালী নদীর তলদেশে এক কিলোমিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মাঝেরচরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন হয়েছে। এ বিশেষ ব্যবস্থায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এই লাইনটি নির্মাণে খরচ হয়েছে ২ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। এতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চর কাকচিড়া ও বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালীর এলাকার এ মাঝেরচরে ১৮৮টি পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। আরও ৩৩টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রক্রিয়াধীন রয়েছে।
পাথরঘাটা সাব জোনাল অফিসের এজিএম ইকবাল মাহদী বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার বাস্তবায়নে এ বিষখালী নদীর মাঝে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
ওই মাঝেরচরের বাসিন্দা ও বিদ্যুৎ সংযোগ পাওয়া আবদুল জলিল ও চান মিয়া বলেন, নদীর মাঝে বিচ্ছিন্ন এ চরে ঘরে ঘরে বিদ্যুৎ পাবো তা চিন্তাও করিনি। এখন বিদ্যুতের আলোতে এ চর আলোকিত হয়ে উঠবে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ। আল্লাহ তাঁকে দীর্ঘজীবী করুক এই দোয়া করি।
এ ব্যাপারে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিষখালীর নদীর তলদেশ দিয়ে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করতে পেরে চরবাসীর সঙ্গে আমরাও আনন্দিত। তাই এ স্বাধীনতা দিবসে বিদ্যুতের আলোতে আলোকিত হল মাঝেরচর।