ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ফরজ বিধান পর্দা যেখানে নাই, সেখানে রহমত নাই -ছারছীনার পীর ছাহেব ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় বিএনপির মহাসচিব বরাবর লিখিত অভিযোগ! ব্যাংক খাত ধ্বংসের শুরুটা হয় এসকে সুরের হাত দিয়ে গ্যাস-সংকটে চট্টগ্রামে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা মাত্র ১০০ মিলিয়ন ঘনফুট হলে নতুন বিনিয়োগ বাড়বে ঢাকা রাজধানী শাজাহানপুর ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরে প্রতিবেশীদের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত দুই: তদন্তে পুলিশ নাসিরনগরে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও সামাজিক উন্নয়ন বিষয়ক এ্যাডভোকেসী সভা ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস থেকে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

পাকুন্দিয়ায় গনধর্ষন মামলার মূল ২ আসামী আটক

বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ থেকে
  • আপডেট টাইম : ০৫:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • / ৭৬ ৫০০০.০ বার পাঠক

পাকুন্দিয়া থানার ,এফআইআর নং-৩, ০৫ জুন ২০২৪ ধারা- ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)।
৪ জুন ২০২৪ বিকালে বাদিনী তাহার খালাত ভাইয়ের নিকট হইতে হাওলাত বাবদ টাকা নেওয়ার জন্য পাকুন্দিয়া বাজারে আসে। খালাত ভাইকে না পাইয়া একই তারিখ সন্ধ্যা অনুমান ৭.৪৫ ঘটিকার সময় পাকুন্দিয়া হইতে ধৃত আসামী জজ মিয়ার অটোরিক্সার পিছনের সিটে বসে বিন্নাটির উদ্দেশ্যে রওয়ানা দেয়। ধৃত আসামী হাবিবুর রহমান, চন্দন সহ আরো অজ্ঞাতনামা ০২ ব্যক্তি একই অটোতে পিছনের সিটে বসে। পাকুন্দিয়া থানাধীন সুখিয়া বাজারে পৌছাইলে অজ্ঞাত ২ জন যাত্রী ভাড়া দিয়া অটোরিক্সা হইতে নামিয়া যায়। সুখিয়া বাজারে ২ জন যাত্রী নামিয়া যাওয়ার পর হইতে ধৃত আসামী হাবিবুর রহমান “”চন্দন এবং মোঃ জজ মিয়া বাদিনীর নাম ঠিকানা জিজ্ঞাসা সহ বিভিন্ন ধরনের কথাবার্তা বলিতে থাকে। তাহাদের কথাবার্তায় বাদিনী বুঝতে পারেন যে তাহারা দুইজন পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। অটোরিক্সাটি কিশোরগঞ্জ সদর থানাধীন কালটিয়া বাজারে গিয়া বিন্নাটির দিকে না যাইয়া ডান পাশের রাস্তা দিয়া কোদালিয়া পূর্বপাড়ার দিকে অটো নিয়া রওয়ানা দিলে বাদিনী ধৃত আসামী মোঃ জজ মিয়াকে বিন্নাটি না যাইয়া এই দিকে যাওয়ার কারন জিজ্ঞাসা করিলে উভয় ধৃত আসামী বলে ধৃত আসামী হাবিবুর রহমান “” চন্দনকে তাহার বাড়িতে নামাইয়া বাদিনীকে নিয়া একবারে বিন্নাটির দিকে চলিয়া যাবে বলিয়া জানায়। কিছু দূর যাওয়ার পর প্রশ্রাব করার কথা বলিয়া ধৃত উভয় আসামী অটো হইতে নামিয়া একটু দূরে যাইয়া একত্রে কথাবার্তা বলিয়া ৪/৫ মিনিট পর পুনরায় অটোরিক্সাতে আসিয়া বাদিনীকে সহ রওয়ানা করিয়া ধৃত আসামী হাবিবুর রহমান “” চন্দন এর বাড়ির পূর্ব পাশে পৌছাইয়া অটো থামাইয়া উভয় ধৃত আসামী বাদিনীর মুখ চাপ দিয়া ধরিয়া জোর পূর্বক অটোরিক্সা হইতে নামাইয়া ধৃত আসামী হাবিবুর রহমান “”চন্দন এর বসত বাড়ি হইতে অনুমান ২০অথবা ২৫ গজ পশ্চিম পাশে একটি গাছের নিচে উচা আইলের মাটির উপর ৪ জুন ২০২৪ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০৯.৩০ ঘটিকার সময় শুয়াইয়া বাদনীর পড়নে থাকা সেলোয়ার খুলিয়া ধৃত আসামী হাবিবুর রহমান “‘ চন্দন আগে ও ধৃত আসামী মোঃ জজ মিয়া পরে বাদিনীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে এক বার করিয়া বাদিনীকে ধর্ষন করে। পুনরায় উভয় ধৃত আসামী আরেক বার করে ধর্ষন করার জন্য জোরাজুরি করিলে বাদিনীর স্বামী বিন্নাটি অপেক্ষা করিতেছে বাদিনীর দেরি হইলে স্বামী তাহাকে বকাবাধ্য করিবে মর্মে ধৃত আসামীদ্বয়ের হাতে পায়ে ধরে কাকুতি মিনতী করিলে উভয় ধৃত আসামী পুনরায় বাদিনীকে অটোরিক্সায় তুলিয়া রওয়ানা করিয়া কিছুদূর যাওয়ার পর ধৃত আসামী হাবিবুর রহমান “”চন্দন অটোরিক্সা হইতে নামাইয়া দেয়। ধৃত আসামী মোঃ জজ মিয়া বাদিনীকে বিন্নাটি নিয়া গেলে বাদিনী তাহার স্বামীর সাথে দেখা হইলে সে চিৎকার দিয়া ঘটনার কথা তাহার স্বামীর নিকট খুলিয়া বলিলে বাদিনীর স্বামী স্থানীয় লোকজনের নিকট বিচার প্রার্থী হইলে ধৃত আসামী মোঃ জজ মিয়া এলাকার লোকজনের পরিচিত হওয়ায় তাহারা কোন বিচার না করিয়া বাদিনী ও তাহার স্বামীকে তাড়াইয়া দিলে তাৎক্ষনিক ভাবে এলাকার লোকজনের নিকট হইতে ধৃত আসামী দ্বয়ের নাম ঠিকানা সংগ্রহ করিয়া বাদিনী কিশোরগঞ্জ সদর থানাধীন বেসিক এলাকায় ভাড়া বাসায় যাইয়া রাত্রি যাপন করে। ৫ জুন ২০২৪ তারিখ সকাল বেলা ভিকটিম তাহার স্বামী সহ ঘটনার বিষয়ে তাহার আত্মীয়-স্বজনদেরকে খুলিয়া বলিলে তাহারা থানায় মামলা করার পরামর্শ প্রদান করেন। ইতিমধ্যে ভিকটিম ‍ধৃত আসামী দ্বয়ের ধর্ষনের ফলশ্রুতিতে জরায়ু ও তলপেটে ব্যথা শুরু হইয়া অসুস্থ্য হইয়া পড়িলে তাহারা স্বামী মোঃ এমদাদুল হক তাহাকে আধুনিক সদর হাসপাতাল, কিশোরগঞ্জ ওসিসি ওয়ার্ডে ভর্তি করে। বর্তমানে ভিকটিম মোছাঃ জেরিন খাতুন আধুনিক সদর হাসপাতাল, কিশোরগঞ্জ ওসিসি ওয়ার্ডে ভর্তি থাকিয়া চিকিৎসাধীন অবস্থায় আছে।
ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে পাকুন্দিয়া থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০৫ জুন, ২০২৪; ধারা- ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) মামলা রুজু হয়। মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক(নিঃ) আসাদুজ্জামান টিটু, পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ। ধর্ষনের ঘটনা প্রমানে সহায়ক আলামত জব্দ করা হয়েছে। জড়িত এজাহারনামীয় ২ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাকুন্দিয়ায় গনধর্ষন মামলার মূল ২ আসামী আটক

আপডেট টাইম : ০৫:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

পাকুন্দিয়া থানার ,এফআইআর নং-৩, ০৫ জুন ২০২৪ ধারা- ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)।
৪ জুন ২০২৪ বিকালে বাদিনী তাহার খালাত ভাইয়ের নিকট হইতে হাওলাত বাবদ টাকা নেওয়ার জন্য পাকুন্দিয়া বাজারে আসে। খালাত ভাইকে না পাইয়া একই তারিখ সন্ধ্যা অনুমান ৭.৪৫ ঘটিকার সময় পাকুন্দিয়া হইতে ধৃত আসামী জজ মিয়ার অটোরিক্সার পিছনের সিটে বসে বিন্নাটির উদ্দেশ্যে রওয়ানা দেয়। ধৃত আসামী হাবিবুর রহমান, চন্দন সহ আরো অজ্ঞাতনামা ০২ ব্যক্তি একই অটোতে পিছনের সিটে বসে। পাকুন্দিয়া থানাধীন সুখিয়া বাজারে পৌছাইলে অজ্ঞাত ২ জন যাত্রী ভাড়া দিয়া অটোরিক্সা হইতে নামিয়া যায়। সুখিয়া বাজারে ২ জন যাত্রী নামিয়া যাওয়ার পর হইতে ধৃত আসামী হাবিবুর রহমান “”চন্দন এবং মোঃ জজ মিয়া বাদিনীর নাম ঠিকানা জিজ্ঞাসা সহ বিভিন্ন ধরনের কথাবার্তা বলিতে থাকে। তাহাদের কথাবার্তায় বাদিনী বুঝতে পারেন যে তাহারা দুইজন পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। অটোরিক্সাটি কিশোরগঞ্জ সদর থানাধীন কালটিয়া বাজারে গিয়া বিন্নাটির দিকে না যাইয়া ডান পাশের রাস্তা দিয়া কোদালিয়া পূর্বপাড়ার দিকে অটো নিয়া রওয়ানা দিলে বাদিনী ধৃত আসামী মোঃ জজ মিয়াকে বিন্নাটি না যাইয়া এই দিকে যাওয়ার কারন জিজ্ঞাসা করিলে উভয় ধৃত আসামী বলে ধৃত আসামী হাবিবুর রহমান “” চন্দনকে তাহার বাড়িতে নামাইয়া বাদিনীকে নিয়া একবারে বিন্নাটির দিকে চলিয়া যাবে বলিয়া জানায়। কিছু দূর যাওয়ার পর প্রশ্রাব করার কথা বলিয়া ধৃত উভয় আসামী অটো হইতে নামিয়া একটু দূরে যাইয়া একত্রে কথাবার্তা বলিয়া ৪/৫ মিনিট পর পুনরায় অটোরিক্সাতে আসিয়া বাদিনীকে সহ রওয়ানা করিয়া ধৃত আসামী হাবিবুর রহমান “” চন্দন এর বাড়ির পূর্ব পাশে পৌছাইয়া অটো থামাইয়া উভয় ধৃত আসামী বাদিনীর মুখ চাপ দিয়া ধরিয়া জোর পূর্বক অটোরিক্সা হইতে নামাইয়া ধৃত আসামী হাবিবুর রহমান “”চন্দন এর বসত বাড়ি হইতে অনুমান ২০অথবা ২৫ গজ পশ্চিম পাশে একটি গাছের নিচে উচা আইলের মাটির উপর ৪ জুন ২০২৪ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০৯.৩০ ঘটিকার সময় শুয়াইয়া বাদনীর পড়নে থাকা সেলোয়ার খুলিয়া ধৃত আসামী হাবিবুর রহমান “‘ চন্দন আগে ও ধৃত আসামী মোঃ জজ মিয়া পরে বাদিনীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে এক বার করিয়া বাদিনীকে ধর্ষন করে। পুনরায় উভয় ধৃত আসামী আরেক বার করে ধর্ষন করার জন্য জোরাজুরি করিলে বাদিনীর স্বামী বিন্নাটি অপেক্ষা করিতেছে বাদিনীর দেরি হইলে স্বামী তাহাকে বকাবাধ্য করিবে মর্মে ধৃত আসামীদ্বয়ের হাতে পায়ে ধরে কাকুতি মিনতী করিলে উভয় ধৃত আসামী পুনরায় বাদিনীকে অটোরিক্সায় তুলিয়া রওয়ানা করিয়া কিছুদূর যাওয়ার পর ধৃত আসামী হাবিবুর রহমান “”চন্দন অটোরিক্সা হইতে নামাইয়া দেয়। ধৃত আসামী মোঃ জজ মিয়া বাদিনীকে বিন্নাটি নিয়া গেলে বাদিনী তাহার স্বামীর সাথে দেখা হইলে সে চিৎকার দিয়া ঘটনার কথা তাহার স্বামীর নিকট খুলিয়া বলিলে বাদিনীর স্বামী স্থানীয় লোকজনের নিকট বিচার প্রার্থী হইলে ধৃত আসামী মোঃ জজ মিয়া এলাকার লোকজনের পরিচিত হওয়ায় তাহারা কোন বিচার না করিয়া বাদিনী ও তাহার স্বামীকে তাড়াইয়া দিলে তাৎক্ষনিক ভাবে এলাকার লোকজনের নিকট হইতে ধৃত আসামী দ্বয়ের নাম ঠিকানা সংগ্রহ করিয়া বাদিনী কিশোরগঞ্জ সদর থানাধীন বেসিক এলাকায় ভাড়া বাসায় যাইয়া রাত্রি যাপন করে। ৫ জুন ২০২৪ তারিখ সকাল বেলা ভিকটিম তাহার স্বামী সহ ঘটনার বিষয়ে তাহার আত্মীয়-স্বজনদেরকে খুলিয়া বলিলে তাহারা থানায় মামলা করার পরামর্শ প্রদান করেন। ইতিমধ্যে ভিকটিম ‍ধৃত আসামী দ্বয়ের ধর্ষনের ফলশ্রুতিতে জরায়ু ও তলপেটে ব্যথা শুরু হইয়া অসুস্থ্য হইয়া পড়িলে তাহারা স্বামী মোঃ এমদাদুল হক তাহাকে আধুনিক সদর হাসপাতাল, কিশোরগঞ্জ ওসিসি ওয়ার্ডে ভর্তি করে। বর্তমানে ভিকটিম মোছাঃ জেরিন খাতুন আধুনিক সদর হাসপাতাল, কিশোরগঞ্জ ওসিসি ওয়ার্ডে ভর্তি থাকিয়া চিকিৎসাধীন অবস্থায় আছে।
ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে পাকুন্দিয়া থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০৫ জুন, ২০২৪; ধারা- ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) মামলা রুজু হয়। মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক(নিঃ) আসাদুজ্জামান টিটু, পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ। ধর্ষনের ঘটনা প্রমানে সহায়ক আলামত জব্দ করা হয়েছে। জড়িত এজাহারনামীয় ২ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।