কালিয়াকৈরের চন্দ্রায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১
- আপডেট টাইম : ০২:১৭:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- / ১৮২ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আলামিন নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহত আলামিন (২০) উপজেলার বরিয়াবহ এলাকার মোতালেব হোসেনের ছেলে।
ছাত্রলীগ ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান (৫ জুন) বুধবার অনুষ্ঠিত হয়। ওই বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে মারামারি ঘটনা ঘটে। পরে (৬ জুন) বৃহস্পতিবার দুই পক্ষ বসে সমাধান করার কথা ছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে চন্দ্রা এলাকার ডাইনকিনী মোড়ে মুকদম প্লাজার সামনে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানের নেতৃত্বে কাউসার, আলামিনসহ ১০-১২ জন সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আলামিন ও কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে তাদের বাঁচাও বাঁচাও এমন চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আক্রমণকারীরা দ্রুত ঐ স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী ও উপস্থিত লোকজন আহত আলামিন ও কামরুল হাসানকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিন (২০)কে মৃত ঘোষণা করেন এবং আহত কামরুল হাসানকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় কুমুদিনী হাসপাতালে প্রেরণ করেন ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।