রাণীশংকৈলে স্বর্ণ পাওয়া সেই ইটভাটার মাটি পরীক্ষায় ভূতত্ব বিভাগের অনুসন্ধান টিম
- আপডেট টাইম : ১১:০৩:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুন ২০২৪
- / ৭১ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার এলাকায় ইটভাটার মাটির স্তুপে ” সোনা পাওয়া “র প্রচারিত সংবাদের প্রেক্ষিতে অবশেষে বাংলাদেশ ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে দু’সদস্যের একটি অনুসন্ধান টিম মাটি পরীক্ষার জন্য সরেজমিনে নেমেছেন। মঙ্গলবার ৪ জুন দুপুরে ওই টিমের সদস্য সহকারী পরিচালক (ভূতত্ত্ব) আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম ও সহকারী পরিচালক (ভূতত্ত্ব) মোহাম্মদ আল রাজী। রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, বাচোর ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মণ ও অন্যদের সাথে নিয়ে এ পরীক্ষা ও অনুসন্ধান কার্যক্রম চালান।দ্বিতীয় দিন স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। টিম সদস্যরা এদিন আরবিবি ইটভাটায় রক্ষিত মাটির স্তুপ, শ্যামরাই মন্দিরের পার্শ্ববর্তী জমি ও পীরগঞ্জ উপজেলার নানাহার পুকুরের পাশের জমি থেকে মাটির নমূনা সংগ্রহ করেন।
এ বিষয়ে টিম সদস্য আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম এ প্রতিবেদককে বলেন,আমাদের দ্বায়িত্ব ছিলো সাম্প্রতিক বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন করা, আমার মাটির নমুনা সংগ্রহ করেছি,কাঙ্খিত যে নমুনা যে জিনিস গুলো এখন থেকে পাওয়া গেছে তা আমরা দেখিনি বা হস্তগও হয়নি, বিভিন্ন পর্যায়ে মানুষের সাক্ষাৎকার নিয়েছি, আসলে এটি খনিজ বিষয় না গুপ্তধন হিসেবে থাকতে পারে, ভূতাত্ত্বিকভাবে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে এ মাটিতে সোনা থাকার সম্ভাবনা নেই তবে প্রত্নতাত্ত্বিকভাবে গুপ্তধন আকারে দেশের যে কোনো স্থানে সোনা ইত্যাদি থাকতে পারে।