নবাবগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১১:০৩:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ মে ২০২৪
- / ১৬১ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে উপজেলা পরিষদের বি,আর,ডি,বি হল রুমে ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ৩ টা পর্যন্ত ।
নির্বাচনে সভাপতি পদে অংশগ্রহণ করেন ডঃ মো: মোশাররফ হোসেন( আনারস প্রতীক ) শ্রী প্রদীপ চন্দ্র রায় (ছাতা প্রতীক ) মো: মশিউর রহমান (চেয়ার প্রতিক )নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন। নির্বাচনে ভোটার সংখ্যা মোট ১৭৩ জন সমবায় সমিতির সদস্যদের ভোট নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ন হয় । নির্বাচনে ১৭৩ জন ভোটার মধ্যে নির্দিষ্ট সময়ে ভোট দেন ১৩৯ জন ।
শ্রী প্রদীপ চন্দ্র রায় ছাতা মার্কা প্রতীকে (৪৮) ভোট মোঃ মশিউর রহমান চেয়ার মার্কা প্রতীকে (২) ভোট , ডঃ মোঃ মোশারফ হোসেন আনারস মার্কা প্রতীকে (৮৯) ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে ৪১ ভোট বেশি পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসিমুল হক সার্বিক ব্যবস্থাপনায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করেন ।