নবাবগঞ্জে বোরো ধান সংগ্রহের উন্মুক্ত লটারি
- আপডেট টাইম : ১১:৪৭:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ মে ২০২৪
- / ৯৯ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২৭ মে সোমবার সকাল ১০:৩০ মিনিটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২৪ মৌসুমে ইউনিয়নভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারি হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে । এই উন্মুক্ত লটারি উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, ওই সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক চৌধুরী , নবাবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নূরে-এ সেফা , নবাবগঞ্জ উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোফাখ খাইরুল ইসলাম,দাউদপুর এল এস ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাছরীন, ভাদুরিয়া এল এস ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমান , নবাবগঞ্জ উপজেলার কৃষি অফিসের এসএএও মুকুল চন্দ্র সরকার , নবাবগঞ্জ উপজেলার কৃষক প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক রনজিত রায় ও সাংবাদিক মোঃ মতিয়ার রহমান প্রমুখ ।