বাংলাদেশের ঝিনাইদহ এর এমপি আনোয়ারুল আজমের খুনের ঘটনায় তদন্তে ভারতের গোয়েন্দা
- আপডেট টাইম : ০২:০৩:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / ৯৮ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশের আওয়ামী লীগের নেতা ও ঝিনাইদহ ৪,আসনের, এমপি আনোয়ারুল আজম ওরফে আনারের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আক্তারুজ্জামান কে। তিনি আবার বাংলাদেশের ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভা র পৌর পিতা হাবিবুর রহমানের চোট ভাই বলে জানা গেছে। গত ৩০শে, এপ্রিল বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় আসেন। এবং কলকাতা র নিউটাউন এর কাছে একটি হোটেলে ভাড়া নেন। তিনি নাজিরা খাতুন নামক এক মহিলার সাথে যোগাযোগ মাধ্যম ঘর ভাড়া করে। নাজিরা খাতুনের স্বামী সন্দ্বীপ রায় আনোয়ারুল আজম কে ভাড়া দেন। এই শহরের একটি ঘর ভাড়া করতে আক্তারুজ্জামানের সাহায্য নেন। এবং ১৩মে, রাতে এই ফ্লাটে খুন হয়ে যায় ঝিনাইদহ ৪,আসনের, এম পি আনোয়ারুল আজম। এবং তার খুনের ঘটনায় জড়িত থাকার কারণে গ্রেফতার করা হয়েছে তার বন্ধু আক্তারুজ্জামান কে। তবে এই ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের গোয়েন্দা সংস্থা র সাথে যোগাযোগ করা হয়েছে। আজ দুপুরে ভারতের দুই সদস্য র গোয়েন্দা সংস্থা র সদস্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। তারা ঢাকার ডি বি ডি এম পি হাবিবুর রহমান ও অতিরিক্ত ডি এম বি মহিউদ্দিন এর সাথে যোগাযোগ করবেন। এবং ভারতের গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা যৌথ উদ্যোগে এই ঘটনার কিনারা করতে মাঠে নামবেন। তবে এই খুনের ঘটনায় সাথে আন্তর্জাতিক সোনা পাচার কারীদের সাথে যোগাযোগ রয়েছে কি❓ না সেটা খেতিয়ে দেখছেন। তবে এই ঘটনার মূল চক্রী আক্তারুজ্জামান সহ তিন জন কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।।