ফুলবাড়ীতে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন
- আপডেট টাইম : ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / ৯১ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ীতে ছাত্রলীগের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সবুজ বনায়ন গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ২১ মে সকাল ১১ টায়, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আযমের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিকুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রী মিঠুন চৌধুরী, সি,এইচ,সি,পি সঞ্জয় কুমার সি,এইচ,সি,পি গোলাম মাবুদ সি, এইচ, সি,পি,আমিরুল ইসলাম ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম রাজু ছাত্রলীগ নেতা শংকর,নাইম,সাদ্দাম হোসেন, আসাদ সরকার,হাসান,রাব্বি, তৌকির সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
বৃক্ষরোপন কর্মসূচির বিষয়ে প্রধান অতিথি মুশফিকুর রহমান বাবুল জানান ছাত্রলীগ সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে, বৈরী আবহাওয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আযম জানান কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমরা বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছি এই কর্মসূচি অব্যাহত থাকবে।