বাড়ির উঠানে ধান শুকানোর সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
- আপডেট টাইম : ০১:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ১০২ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া এলাকায় (১৮ মে) শনিবার সকাল ১১ টার দিকে বাড়ির উঠানে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে ফাতেমা আক্তার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত গৃহবধূ ওই এলাকার বাসিন্দা মোঃ নূর হোসেনের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়ায় শনিবার সকালে স্বামীর বাড়ির পাশেই বাবার বাড়ির উঠানে ধান শুকাচ্ছিলেন ফাতেমা আক্তার। এমন সময় আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় ঝড় বৃষ্টির আশঙ্কায় উঠানে শুকাতে দেয়া ধান দ্রুত উঠাতে গেলে, সাথে সাথেই বজ্রপাত হলে ফাতেমা আক্তার মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক বাড়ির লোকজন ফাতেমা আক্তারকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার কে মৃত বলে ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাবিনা দৈনিক সময়ের কণ্ঠকে বলেন, বজ্রপাতের মৃত্যু হওয়া ফাতেমা আক্তারকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে দ্রুত তাকে পরীক্ষা করে দেখা যায়, তাকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে আবেদনের প্রেক্ষিতে মৃত ব্যক্তির স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।