ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
সংবাদ শিরোনাম ::
পর্যটন দিবসে উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব Gay anonymous hookups – what you should know 2022’s 11 Must-Try Milwaukee Dating Apps To Improve Your Own Personal Lifetime ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের মাঝে আস্থার জায়গা তৈরি করছে, বলেছে। আইজিপি মিটিং হওয়ার পূর্বেই হিতৈষী ও দাতা সদস্য নিয়োগ গোবিন্দগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার- গ্রেফতার ১ রামপালে নমিনেশন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারের লিফলেট বিতরণ ও পথসভা শুভ জন্মদিন ছেলের হাতে বাবা খুন”চট্টগ্রামে ৮ খন্ড লাশ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে-পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আগামী দুর্গা পূজা উপলক্ষে এলাকায় শান্তি বজায় রাখতে উস্তি থানার উদ্দোগে থানা কমিটির বৈঠক

পাঁচটি কলার মূল্য ১ লক্ষ  ৩৫ হাজার টাকা!

সাইফুল ইসলাম বিপ্লবী স্টাফ রিপোর্টার।।

এক ডজন কলার  দাম কত হতে পারে? বড়জোর ১০০ টাকা। কিন্তু লন্ডনের একটি দোকানে সম্প্রতি পাঁচ থেকে ছ’টি কলার দাম রাখা হলো ১ হাজার ৫৯৯ পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ৮৭ হাজার টাকা!

জানা গেছে, শ্যামব্রে বার্নস নামের এক মহিলা সম্প্রতি এম অ্যান্ড এস স্টোরে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন। স্টোরটিতে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কেনেন। যার দাম চার পাউন্ড। এরপর কয়েকটি কলাও কেনেন। যার আনুমানিক মূল্য ১ পাউন্ড হওয়ার কথা ছিল। পরবর্তীতে কাউন্টারে গিয়ে বিল মেটান। তবে পাঁচ পাউন্ড নয়, দেখা যায় তার বিল হয়েছে ১ হাজার ৫৯৯ পাউন্ড। বিষয়টি খেয়াল না করেই তাড়াহুড়োর কারণে সেই টাকাটি ‘অ্যাপেল পে’-র মাধ্যমে দিয়ে দেন তিনি। কিন্তু এরপরই তিনি বিষয়টি লক্ষ্য করেন তিনি। বুঝতে পারেন, ভুলবশত বা অন্য কোনও কারণেই হোক, তাকে বেশি অর্থ দিতে হয়েছে। তিনি ওই কলা ফেরত দিতে চান। কিন্তু স্টোর থেকে জানিয়ে দেয়া হয়, তারা ওই টাকাটি ফেরত দিতে পারবেন না।

এরপরই বার্নস প্রায় ৪৫ মিনিট হেঁটে আরও একটি এম অ্যান্ড এস স্টোরে যান। সেখানে গিয়ে নিজের অভিযোগের কথা জানিয়ে রাখেন। পরবর্তীতে অবশ্য স্টোরের পক্ষ থেকে জানানো হয়, এটা একটা অনিচ্ছাকৃত ভুল। ওই মহিলাকে ক্ষতিপূরণও দেয়া হবে। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৯ সালে ম্যাঞ্চেস্টারের হোটেলে এক অস্ট্রেলিয়ান ব্যক্তিকে এক বোতল বিয়ারের জন্য প্রায় ৫৬ লাখ ৮৮ হাজার টাকা বিল দিতে বলা হয়েছিল। এমনকী বলিউড অভিনেতা রাহুল বোসকে মুম্বইয়ের একটি হোটেলে দু’টি কলার জন্য প্রায় ৫১৮ টাকা দাম দিতে হয়েছিল। ঘটনাটি নিয়ে বিতর্কও কম হয়নি। সূত্র: দ্য সান।

আরো খবর.......
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন দিবসে উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব

পাঁচটি কলার মূল্য ১ লক্ষ  ৩৫ হাজার টাকা!

আপডেট টাইম : ১২:৫৪:৪০ অপরাহ্ণ, বুধবার, ২৪ মার্চ ২০২১

সাইফুল ইসলাম বিপ্লবী স্টাফ রিপোর্টার।।

এক ডজন কলার  দাম কত হতে পারে? বড়জোর ১০০ টাকা। কিন্তু লন্ডনের একটি দোকানে সম্প্রতি পাঁচ থেকে ছ’টি কলার দাম রাখা হলো ১ হাজার ৫৯৯ পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ৮৭ হাজার টাকা!

জানা গেছে, শ্যামব্রে বার্নস নামের এক মহিলা সম্প্রতি এম অ্যান্ড এস স্টোরে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন। স্টোরটিতে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কেনেন। যার দাম চার পাউন্ড। এরপর কয়েকটি কলাও কেনেন। যার আনুমানিক মূল্য ১ পাউন্ড হওয়ার কথা ছিল। পরবর্তীতে কাউন্টারে গিয়ে বিল মেটান। তবে পাঁচ পাউন্ড নয়, দেখা যায় তার বিল হয়েছে ১ হাজার ৫৯৯ পাউন্ড। বিষয়টি খেয়াল না করেই তাড়াহুড়োর কারণে সেই টাকাটি ‘অ্যাপেল পে’-র মাধ্যমে দিয়ে দেন তিনি। কিন্তু এরপরই তিনি বিষয়টি লক্ষ্য করেন তিনি। বুঝতে পারেন, ভুলবশত বা অন্য কোনও কারণেই হোক, তাকে বেশি অর্থ দিতে হয়েছে। তিনি ওই কলা ফেরত দিতে চান। কিন্তু স্টোর থেকে জানিয়ে দেয়া হয়, তারা ওই টাকাটি ফেরত দিতে পারবেন না।

এরপরই বার্নস প্রায় ৪৫ মিনিট হেঁটে আরও একটি এম অ্যান্ড এস স্টোরে যান। সেখানে গিয়ে নিজের অভিযোগের কথা জানিয়ে রাখেন। পরবর্তীতে অবশ্য স্টোরের পক্ষ থেকে জানানো হয়, এটা একটা অনিচ্ছাকৃত ভুল। ওই মহিলাকে ক্ষতিপূরণও দেয়া হবে। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৯ সালে ম্যাঞ্চেস্টারের হোটেলে এক অস্ট্রেলিয়ান ব্যক্তিকে এক বোতল বিয়ারের জন্য প্রায় ৫৬ লাখ ৮৮ হাজার টাকা বিল দিতে বলা হয়েছিল। এমনকী বলিউড অভিনেতা রাহুল বোসকে মুম্বইয়ের একটি হোটেলে দু’টি কলার জন্য প্রায় ৫১৮ টাকা দাম দিতে হয়েছিল। ঘটনাটি নিয়ে বিতর্কও কম হয়নি। সূত্র: দ্য সান।