বিশ্ব মা দিবস ইবিতে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট টাইম : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / ৮৩ ৫০০০.০ বার পাঠক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইয়ুথ এন্ডিং হাঙ্গার উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১২ মে) বিকেল ৩টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এসব বৃক্ষ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ইবি শাখার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল ইসলাম নাহিদ। এছাড়া সংগঠনটির ইবি শাখার সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখন, যুগ্ম সমন্বয়কারী সাফরা আয়াত রজনী, সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, দপ্তর সম্পাদক রিফাত, দিবস পালন সম্পাদিকা তামান্নাসহ সংগঠনের প্রায় ৩৫ জন সদস্য।
এসময়ে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ইবি শাখার সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখন বলেন, ‘আমাদের আজকের কর্মসূচি বিশ্ব মা দিবস উপলক্ষে নেওয়া হয়েছে। আজকের মতো একটা দিনে আমাদের এই কর্মসূচি হাতে নেওয়ার কারন হিসেবে বলা যায় মা যেমন তার সন্তানকে ভালোবাসায় আগলে রাখে তেমনি করে গাছও আমাদের মায়ের মতো করে অক্সিজেনসহ বিভিন্ন উপকরণ দিয়ে থাকে। যদিও আমরা আজকে বাসা থেকে দূরে থাকার কারনে আজকের বিশেষ দিনের ভালোবাসা প্রকাশ করতে পারছিনা কিন্তু মায়ের ভালোবাসার স্মরণে আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণের মতো কর্মসূচি হাতে নিয়েছি।’
সংগঠনটির উপদেষ্টা তন্ময় সাহা জয় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং অবশ্যই পরিবেশবান্ধব গাছ লাগাবো আমরা। বৃক্ষরোপণের পর সেগুলোর নিয়মিত যত্নও নিতে হবে। এমন উদ্যোগ সবর্দাই প্রশংসনীয়।