বাবাদের কে উৎসর্গ করে নাইম মুর্তজার নতুন গান খোকা
- আপডেট টাইম : ০১:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ১০৮ ৫০০০.০ বার পাঠক
৩ বছর পর প্রকাশিত হল বেংগল বয়েজ ব্যান্ড এর নতুন গান। বাবাদের কে উৎসর্গ করে নাইম মুর্তজার কন্ঠে গানটির শিরোনাম “খোকা”। প্রকাশের পর তিন সপ্তাহের ভেতরেই গানটির মিউজিক ভিডিও বেংগল বয়েজের ফেসবুক পেইজে দেখা হয়েছে ২.৭ মিলিয়ন বার। গােনটির আবেগময় কথা ও সুর শ্রোতাদের মন ছুয়ে গেছে।
এ প্রসন্গে নাইম মুর্তজা বলেন – বাবা নিয়ে অনেক দিন থেকেই গান করার ইচ্ছা ছিলো। শ্রোতাদের ভালোবাসায় আমি মুগ্ধ। গানটি লিখেছেন আরিফ মোতাহার, সুর করেছেন সেলিম হোসেন। কম্পোজিশন করেছেন সোচী সামস। গানটির মাধ্যমে আবার বেংগল বয়েজ ব্যান্ডের সদস্যরা মিডিয়াতে ফিরলেন।
জাতীয় পর্যায়ে স্বর্নপদক প্রাপ্ত শিল্পি নাইম মুর্তজা ২০২০ সালে দেশের অভিজ্ঞ মিউজিশিয়ান দের কে নিয়ে বেংগল বয়েজ ব্যান্ডটি গঠন করেন। ওই বছরেই তাদের প্রকাশিত ২ টি গান- ওরে বাটপার এবং স্বপ্ন ব্যাপক সারা ফেলে। এর পর ৩ বছরের বিরতি নিয়ে শ্রোতাদের কাছে ফিরলেন তারা।
খোকা গানটির ভিডিও বেংগল বয়েজের অফিশিয়াল ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও ডিস্ট্রোভিড এ দেখা যাচ্ছে। এর সাথে – স্পোটিফাই, এমাজন মিউজিক, ইউটিউব মিউজিক সহ প্রায় ২৫ টি আন্তর্জাতিক মাধ্যমে অডিও রিলিজ হয়েছে।