মনোহরদীতে মডেল মসজিদের বকেয়া বিদ্যুৎ বিল প্রায় ৫ লাখ টাকা
- আপডেট টাইম : ০৭:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ৯৭ ৫০০০.০ বার পাঠক
নরসিংদী,মনোহরদীর মডেল মসজিদের প্রায় ৫ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিলের দায় চেপেছে।টাকার অভাবে বিল পরিশোধের ব্যবস্থা হচ্ছে না।
জানা যায়,মনোহরদী মডেল মসজিদটি চালু হবার পর থেকে এর বিদ্যুৎ বিল বকেয়া পড়তে থাকে।মসজিদটির সুনির্দিষ্ট কোন আয় না থাকায় বকেয়া বিল বাড়তে বাড়তে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এ বকেয়ার পরিমান দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ টাকা।পরিশোধের অভাবে ক্রমাগত এ বিল বেড়েই চলেছে।
মসজিদটিতে গড়ে প্রতিমাসে হাজার/বারো শ’ ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হয়ে থাকে।মনোহরদী মডেল মসজিদ কমিটির সভাপতি ও মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এ প্রসঙ্গে জানান,বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার তুলে ধরেছেন।সেই সাথে সম্প্রতি মডেল মসজিদ সংলগ্ন পুরাতন মসজিদ ঘরটি নিলামে বিক্রি থেকে কিছু টাকার ব্যবস্থা হয়েছে।এ থেকে কমবেশী বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা করা হতে পারে।