বিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- আপডেট টাইম : ০৩:০৮:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ৩৭৩ ৫০০০.০ বার পাঠক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ সুনামগঞ্জেরর শাল্লা’য় সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে ২৩শে মার্চ, মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, বিরামপুর উপজেলা শাখার ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, বিরামপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবেশ কুন্ডু, সাধারণ সম্পাদক দীলিপ কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু প্রমূখ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা সরকারের প্রতি সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত, সুনামগঞ্জের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান সহ এ ঘটনায় দায়ী ও দোষীদের দ্রুত শাস্তির দাবী জানিয়েছেন।