ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্যালেস নামের একটি ভবনের ৫ টি ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে নান্দাইল প্রেসক্লাবের ১৭তম দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রঞ্জু দুপুরে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ, পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচ পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে চোরাইকৃত মিশুকের যন্ত্রাংশ উদ্ধার,তিন গাড়ি চোর গ্রেফতার

ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ থেকেঃ
  • আপডেট টাইম : ১০:৩০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / ২০৪ ৫০০০.০ বার পাঠক

সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় ১লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ব্যাটারি চালিত ইজিবাইক(মিশুক)গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে তিন গাড়ি চোর সদস্যকে গ্রেফতার ও বিপুল পরিমান চোরাইকৃত গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
৪(মে)শনিবার গ্রেফতারকৃত তিন অপরাধীকে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের মৃতঃমাফিজ উল্ল্যাহর পুত্র আক্তার হোসেন(৪০), দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃতঃআব্দুল আলীর পুত্র জমিল হক ওরফে কালাই মিয়া(৫৫) ও দিরাই পৌর-সভাধীন হারানপুর গ্রাম এলাকার মৃতঃজাফর আলীর পুত্র লেছু মিয়া(৩৫)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়,জগন্নাথপুর পৌরসভাধীন বাড়ী জগন্নাথপুর সাকিনস্থ সুফেল আহমদ এর মালিকানাধীন গ্যারেজ থেকে গত ২৮(এপ্রিল)রোববার প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালানোর জন্য মিশুক গাড়িটি নিয়ে যায় চালক আক্তার হোসেন।কিন্তু গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে গাড়িটি গ্যারেজে নিয়ে না আসায় চালকের মুঠোফোনে যোগা-যোগের চেষ্টা করে ও ব্যর্থ হন মালিক সুফেল আহমদ।
এ-দিকে দেড় লক্ষাধিক মূল্যের মিশুক গাড়িটির সন্ধান না পেয়ে সুফেল আহমদ বাদী হয়ে চালক আক্তার হোসেনকে প্রধান করে অজ্ঞাতনামা তিনজনের বিরোদ্ধে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরি-প্রেক্ষিত ৩(মে)শুক্রবার গভীর রাতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার শামছুল আরেফীনের নেতৃত্বে পুলিশদল এক বিশেষ অভিযান চালিয়ে প্রথমে জগন্নাথপুর পৌর-এলাকা থেকে গাড়ি চোর চক্রের মূল হোতা আক্তার হোসেনকে গ্রেফতার করে।
পরে তার দেওয়া তথ্য মোতাবেক দিরাই উপজেলার সাদিরপুর টানাখালী গ্রামে অভিযান চালিয়ে তার সহযোগী জমিল হক(কালাই মিয়া) ও দিরাই পৌর-শহরের কলেজ রোডস্থ থেকে অপর সহযোগি লেচু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় জগন্নাথপুর থানা-পুলিশ।
এ-সময় চোরাইকৃত মিশুক গাড়ীর জ্যাম্পার, তিনটি চাকা,মোটর কন্ট্রোলার,গাড়ীর স্টিয়ারিং ও ডিফারেন্সিয়াল ড্রাম সহ বিভিন্ন যন্ত্রাংশ আসামী লেচু মিয়ার ভাংগারী দোকান হতে উদ্ধার করা হয়।
গ্রেফতার ও মালামাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টার শামছুল আরেফীন জানান,জগন্নাথপুর থানার মামলা নং-০৪,তারিখ-০৪/০৫/২৪ইং,(পেনালকোড) ধারা-৩৮১মোতাবেক সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে আসামীদের শনিবার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জের জগন্নাথপুরে চোরাইকৃত মিশুকের যন্ত্রাংশ উদ্ধার,তিন গাড়ি চোর গ্রেফতার

আপডেট টাইম : ১০:৩০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় ১লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ব্যাটারি চালিত ইজিবাইক(মিশুক)গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে তিন গাড়ি চোর সদস্যকে গ্রেফতার ও বিপুল পরিমান চোরাইকৃত গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
৪(মে)শনিবার গ্রেফতারকৃত তিন অপরাধীকে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের মৃতঃমাফিজ উল্ল্যাহর পুত্র আক্তার হোসেন(৪০), দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃতঃআব্দুল আলীর পুত্র জমিল হক ওরফে কালাই মিয়া(৫৫) ও দিরাই পৌর-সভাধীন হারানপুর গ্রাম এলাকার মৃতঃজাফর আলীর পুত্র লেছু মিয়া(৩৫)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়,জগন্নাথপুর পৌরসভাধীন বাড়ী জগন্নাথপুর সাকিনস্থ সুফেল আহমদ এর মালিকানাধীন গ্যারেজ থেকে গত ২৮(এপ্রিল)রোববার প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালানোর জন্য মিশুক গাড়িটি নিয়ে যায় চালক আক্তার হোসেন।কিন্তু গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে গাড়িটি গ্যারেজে নিয়ে না আসায় চালকের মুঠোফোনে যোগা-যোগের চেষ্টা করে ও ব্যর্থ হন মালিক সুফেল আহমদ।
এ-দিকে দেড় লক্ষাধিক মূল্যের মিশুক গাড়িটির সন্ধান না পেয়ে সুফেল আহমদ বাদী হয়ে চালক আক্তার হোসেনকে প্রধান করে অজ্ঞাতনামা তিনজনের বিরোদ্ধে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরি-প্রেক্ষিত ৩(মে)শুক্রবার গভীর রাতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার শামছুল আরেফীনের নেতৃত্বে পুলিশদল এক বিশেষ অভিযান চালিয়ে প্রথমে জগন্নাথপুর পৌর-এলাকা থেকে গাড়ি চোর চক্রের মূল হোতা আক্তার হোসেনকে গ্রেফতার করে।
পরে তার দেওয়া তথ্য মোতাবেক দিরাই উপজেলার সাদিরপুর টানাখালী গ্রামে অভিযান চালিয়ে তার সহযোগী জমিল হক(কালাই মিয়া) ও দিরাই পৌর-শহরের কলেজ রোডস্থ থেকে অপর সহযোগি লেচু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় জগন্নাথপুর থানা-পুলিশ।
এ-সময় চোরাইকৃত মিশুক গাড়ীর জ্যাম্পার, তিনটি চাকা,মোটর কন্ট্রোলার,গাড়ীর স্টিয়ারিং ও ডিফারেন্সিয়াল ড্রাম সহ বিভিন্ন যন্ত্রাংশ আসামী লেচু মিয়ার ভাংগারী দোকান হতে উদ্ধার করা হয়।
গ্রেফতার ও মালামাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টার শামছুল আরেফীন জানান,জগন্নাথপুর থানার মামলা নং-০৪,তারিখ-০৪/০৫/২৪ইং,(পেনালকোড) ধারা-৩৮১মোতাবেক সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে আসামীদের শনিবার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।