ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০১:২৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ৭৯ ৫০০০.০ বার পাঠক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একযোগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেনীতে ১ম বর্ষের (মানবিক) বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ মে) বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭টি একাডেমিক ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ২৪৬ জন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল এবং উপস্থিত ছিল ৬ হাজার ৭৮১ জন। এ ছাড়া গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার আসনের বিপরীতে এই ইউনিটে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৪ হাজার ৬৩১ জন।
বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষা শুরুর পর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।
এদিকে ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে ইবি শাখা ছাত্রলীগের উদ্যোগে জয় বাংলা বাইক সার্ভিস ছিল, থানা গেট ও জিয়া মোড় এলাকায় এ সেবা শুরু করেন নেতাকর্মীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাব, অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন ছিল এবং বিএনসিসি ও রোভার-স্কাউট সদস্যরা ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতা করছিলেন। তাছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন অঞ্চল থেকে আগত পরীক্ষার্থী-অভিভাবকদের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
রাজশাহী থেকে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থী সোহান বলেন, প্রশ্নের মান যথেষ্ট মানসম্মত ছিল। তবে পরীক্ষার কক্ষে ঘড়ি না থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছিল ।
তাছাড়াও, গত ২৭ এপ্রিল বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের ফলও প্রকাশ করা হয়েছে। পাসের হার ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ।