ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
রায়পুরে দেশীয় শিল্প ও পণ্য মেলায় ভ্রাম্যমান আদালত, নগদ অর্থদণ্ড কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মোংলায় জলবায়ু ন্যায্যতার গণসংলাপে বক্তারা : সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের সুরক্ষা দিন অভিনব কায়দায় কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি- কুমিল্লার হাতে ১৩ কেজি গাঁজাসহ আটক ০২ নারী মঠবাড়ীয়া সাফলেজা কচুবাড়ীয়া বসত ঘর ভাঙচুর লুটপাট ও যখম এর অভিযোগ আঃ খালেক হাওলাদার গংদের বিরুদ্ধে দুর্নীতির আখড়া বরগুনার পাসপোর্ট অফিস, দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট কাশেমপুর থানায় অভিযোগ করতে গিয়ে বিট্টিমরাই স্কুল ছাত্র মোঃ রাব্বি নিজ খালাকে আটকিয়ে ? ওসি সাইফুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময় তাদের আসামি করে গ্রেফতার দেখান আনন্দবাজারকে ডা. শফিকুর রহমান কোনও রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো: ড. ইউনূস দেশবাসীকে ফের কাঁদালেন শহিদ নাফিজের মা

ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ হাছান , ইবি।
  • আপডেট টাইম : ০১:২৫:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩ মে ২০২৪
  • / ৬৯ ৫০০০.০ বার পাঠক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একযোগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেনীতে ১ম বর্ষের (মানবিক) বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ মে) বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭টি একাডেমিক ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ২৪৬ জন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল এবং উপস্থিত ছিল ৬ হাজার ৭৮১ জন। এ ছাড়া গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার আসনের বিপরীতে এই ইউনিটে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৪ হাজার ৬৩১ জন।

বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষা শুরুর পর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

এদিকে ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে ইবি শাখা ছাত্রলীগের উদ্যোগে জয় বাংলা বাইক সার্ভিস ছিল, থানা গেট ও জিয়া মোড় এলাকায় এ সেবা শুরু করেন নেতাকর্মীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য র‌্যাব, অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন ছিল এবং বিএনসিসি ও রোভার-স্কাউট সদস্যরা ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতা করছিলেন। তাছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন অঞ্চল থেকে আগত পরীক্ষার্থী-অভিভাবকদের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

রাজশাহী থেকে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থী সোহান বলেন, প্রশ্নের মান যথেষ্ট মানসম্মত ছিল। তবে পরীক্ষার কক্ষে ঘড়ি না থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছিল ।

তাছাড়াও, গত ২৭ এপ্রিল বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের ফলও প্রকাশ করা হয়েছে। পাসের হার ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:২৫:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩ মে ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একযোগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেনীতে ১ম বর্ষের (মানবিক) বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ মে) বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭টি একাডেমিক ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ২৪৬ জন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল এবং উপস্থিত ছিল ৬ হাজার ৭৮১ জন। এ ছাড়া গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার আসনের বিপরীতে এই ইউনিটে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৪ হাজার ৬৩১ জন।

বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষা শুরুর পর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

এদিকে ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে ইবি শাখা ছাত্রলীগের উদ্যোগে জয় বাংলা বাইক সার্ভিস ছিল, থানা গেট ও জিয়া মোড় এলাকায় এ সেবা শুরু করেন নেতাকর্মীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য র‌্যাব, অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন ছিল এবং বিএনসিসি ও রোভার-স্কাউট সদস্যরা ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতা করছিলেন। তাছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন অঞ্চল থেকে আগত পরীক্ষার্থী-অভিভাবকদের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

রাজশাহী থেকে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থী সোহান বলেন, প্রশ্নের মান যথেষ্ট মানসম্মত ছিল। তবে পরীক্ষার কক্ষে ঘড়ি না থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছিল ।

তাছাড়াও, গত ২৭ এপ্রিল বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের ফলও প্রকাশ করা হয়েছে। পাসের হার ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ।