মোংলায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৫:৩২:৫০ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০২৪
- / ৮৩ ৫০০০.০ বার পাঠক
মোংলা উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের আয়োজনে সারা দেশের ন্যায় মোংলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দাবিতে মে দিবস পালিত হয়েছে। ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মোংলা রিমঝিম সিনেমা হল চত্তরে শ্রমিক সমাবেশ, লাল পতাকা মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রমিকদের পক্ষে শ্রমিক নেতাগণ কাজের সময়সীমা আট ঘণ্টা যথাযথভাবে মানা, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানান। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা পোর্ট পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মোংলা পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ ফিরোজ শাহ। মোংলা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার দাস, বুড়িরডাঙ্গা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জি এস টনি সরদার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোংলা উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মোংলা রিক্সা শ্রমিক ইউনিয়নে সভাপতি শেখ ইদ্রিস আলী, মোংলা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদ মো: আবু সাইদ খান, মোংলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, ১ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।