আজমিরীগঞ্জ মেডিল্যাব হাসপাতালে সিজার করতে গিয়ে জরায়ু মুখ কেটে ফেলে ডাক্তার
- আপডেট টাইম : ০৬:৪৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ১১৪ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধ চত্বরে নিউ মেডিল্যাব হাসপাতালে দীর্ঘ দিন ধরে সিজারিয়ান চালু করা হয়।আজমিরীগঞ্জ পিরোজপুর গ্রামের মোঃ নুরুল আমিনের স্ত্রী নাদিরা আক্তার(২০)কে গতকাল আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডেলিভারি ইমার্জেন্সি রুমে নিয়ে যায় কর্তব্যরত নার্স, পানি ভাঙ্গার কারনে নার্সরা ঝুকিঁ বাড়বে বলে মেডিল্যাব নিয়ে যেতে বলেন।পরবর্তীতে,রোগীর অভিবাবক সোমবার ১ ঘটিকায় আজমিরীগঞ্জ মেডিল্যাব হাসপাতালে ভর্তি করে ।রোগী নাদিরা আক্তারকে বেলা আনুমানিক ৩: ৩০ মিনিটে সিজারের জন্য অটিতে নেওয়া হয়,সিজার করার সময় জরায়ুর মূখ কেটে ফেলে মেডিল্যাবের কর্তব্যরত ডাক্তার মোঃ সবুর খান। সিজারের পর জরায়ু মুখ কেটে ফেললে রোগী আশংকাজনক অবস্থায় আছে। এই পরিস্থিতিতে রোগীর আত্মীয় স্বজনরা জরায়ু কাটার শুনার পর উত্তেজিত হয়ে পড়ে। পরে এই পরিস্থিতি ঘোলাটে হলে আজমিরীগঞ্জ থানা পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে, জানা যায়,মাসিক বেতন হিসেবে দীর্ঘ দিন যাবত ডাঃ সবুর খান মেডিল্যাব হাসপাতালে মেডিসিনসহ অর্থোপেডিক্স এরও রোগী দেখেন ও ভিজিট নেন ৩০০ টাকা করে। রিপোর্ট দেন অনেকগুলো যেন মেডিল্যাবের সুবিধার্থে এই সব করেন।আজমিরীগঞ্জ মেডিল্যাবে সিজারিয়ান মূল ব্যবসার হাতিয়ার। দিনের বেলায় একরেইট আর রাতের বেলায় অন্য রেইট। দিনের বেলায় ১৫ থেকে ১৮ আর রাত ৮ টার বড় ১৮থেকে ২২ হাজার রমরমা বানিজ্য চলছে। মেডিল্যাব হাসপাতালের বিরুদ্ধে সিজারিয়ান ব্যবসায় কেউ মূখ খুলতে চায় না কয়েকজন জন প্রতিনিধি এই ব্যবসার সাথে অংশীদার রয়েছে। এলাকাবাসী এই মেডিল্যাব হাসপাতালের সিজারিয়ান বানিজ্য বন্ধের উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানায়।