জামালপুরে ভোজ্য তেল সিন্ডিকেটের নিয়ন্ত্রনে

- আপডেট টাইম : ০৮:৩৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ১১২ ১৫০০০.০ বার পাঠক
গণতান্ত্রিক আওয়ামীলীগ সরকার যখনই সাধারন মানুষের কল্যানের কাজে ব্যস্ত তখনই ব্যবসায়ী চক্রের একের পর এক সিন্ডিকেট। সরকারকে বিপাকে ফেলার লক্ষ্যে ব্যবসায়ী চক্র কোন নির্দেশনা মানছে না। জামালপুরে হু হু করে বাড়ছে ভোজ্য তেলের দাম। ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারনে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে।
জানা যায়, জেলা শহরের বেশ কয়েকজন ব্যবসায়ী ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করছে। এই অসাধুচক্র এমন সিন্ডিকেট বানিয়েছে ভোজ্য তেলের দাম দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে বিভিন্ন বাজারে ভিন্ন ভিন্ন মূল্যে তেল বিক্রি হয়ে থাকে। এর কারণ অনুসন্ধান কালে জানা গেছে নান্দিনা বাজারে এক দাম আবার পাশের বাজারে অন্য দাম। ক্রেতাদের সাথে কথা বললে তারা বলেন, সিন্ডিকেটের কারনে ভোজ্য তেলের বাজারের এই অবস্থা।
ব্যবসায়ীদের এই সিন্ডিকেট মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপকভাবে বিস্তার লাভ করেছে। এমন কি গ্রামাঞ্চলের হাট বাজারেও ছড়িয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ চরম অস্থিরতার মধ্যে দিনাতিপাত করছে। এ দিকে জেলা প্রশাসন ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রনের লক্ষ্যে ভ্রাম্যমান অভিযান চালালেও তাদের কেউ তোয়াক্কা করছে না। যার কারণে ভোজ্য তেলের বাজার অস্থির। এ ব্যপারে ক্রেতারা জানান, মোবাইল ফোনের মাধ্যমে বাজার নিয়ন্ত্রন হচ্ছে।