তীব্র তাপদাহে গলে গেছে সড়কের পিচ
- আপডেট টাইম : ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ১১১ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলায় কালিয়াকৈর থেকে মাওনা আঞ্চলিক সড়কে বিভিন্ন স্থানে তীব্র তাপদাহে পিচ গলে যাচ্ছে। সড়কের পিস গলে যাওয়ায় চলাচল করা যানবাহনগুলো ধীরগতি হয়ে পড়েছে। সড়কের পিচ গলে যাওয়ার এমন দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া থেকে শ্রীপুর উপজেলার মাওনা পর্যন্ত সড়কে বিভিন্ন স্থানে তীব্র তাপদাহে কয়েক মিটার করে পিচ গলে গেছে।
এতে করে ওই স্থানগুলোতে চলতি যানবাহনের গতি হঠাৎ করে কমে যাওয়ায় আতঙ্কিত পরিবহনের চালক ও যাত্রীরা। এতে পরিবহনের গতি তুলনামূলকভাবে অনেক কম। বেশি সমস্যায় পড়ছে ছোট যানবাহন (অটোরিক্সা) গুলো।
স্থানীয় লোকজন ও পরিবহনের চালকেরা বলেন, প্রখর রোদে সড়কের পিচ গলে আঠালো হয়ে গেছে। এতে আমরা সড়কে হেঁটে পার হতে গেলে জুতা আটকে যায়। তাছাড়া গাড়ির গতিও কমতে যায়।
সিএনজি (অটোরিকশা) চালক মাসুদ রানা, রুবেল হোসেন সহ আরও চালকেরা বলেন, এই সড়কে অনেক বছর হলো সিএনজি গাড়ি চালায়, কিন্তু এমন অবস্থা কখনও দেখতে পাই নাই। সড়কে এমন অবস্থায় গাড়ি চালাতেও ভয় করে।
আবার একাধিক (অটোরিক্সা) চালকেরা বলেন, কালিয়াকৈর থেকে পাইকপাড়া যেতে সড়কে কয়েক স্থানে পিচ গলে যাওয়ায় যাত্রীদের উঠাতে নামাতে সমস্যা হয়, বিশেষ করে ছোট বাচ্চারা অটোরিক্সা থেকে নামার পর সড়কে গলে যাওয়া পিচে জুতা আটকে যায়।
এদিকে সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত মাত্রায় বিটুমিন দেয়ার কারণে পিচ গলে যাচ্ছে বলে অভিযোগ একাধিক পরিবহন চালকের।
এ ব্যাপারে প্রকৌশলী অভি আহম্মেদ বলেন, এই সড়কটি কয়েক মাস আগে সংস্কার করা হয়েছে। গত কয়েকদিন ধরে তীব্র তাপমাত্রার কারণে সড়কে বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে। এর আগে এমনটি হয়নি।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গাজীপুর জেলায় গত দুদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা (২৩ এপ্রিল) মঙ্গলবার পর্যন্ত ৩৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছেন আবহাওয়া অধিদপ্তর।