নরসিংদী জেলা পুলিশের, আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
- আপডেট টাইম : ০৯:২৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১১৭ ৫০০০.০ বার পাঠক
আজ মঙ্গলবার ১৬ ই এপ্রিল ২০২৪ খ্রি. নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ,নরসিংদীর আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম।
পুলিশ সুপার তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।উক্ত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এ. এম. ফজল-ই- খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল জনাব কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল জনাব মোঃ মেসবাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল জনাব আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার, পুলিশ লাইন্স জনাব তোয়াহা ইয়াসীনসহ জেলার অন্যান্য অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।