বাংলাদেশী কোস্টগার্ডের কাছে ২৭ জেলকে হস্তান্তর করলো ভারতীয় কোস্ট গার্ড
- আপডেট টাইম : ১২:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১৭১ ৫০০০.০ বার পাঠক
বিকল হওয়া বাংলাদেশী ফিশিং বোট “সাগর ০২”এর ২৭ জন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করলো ভারতীয় কোস্টগার্ড।
গত ০১ এপ্রিল ( ২০২৪ তারিখ) চট্টগ্রামের কুতুবদিয়া হতে “এফভি সাগর-০২ নামক একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরে ০৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১ টায় হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ এর দৃষ্টিগোচর হলে তারা অতি দ্রুত জেলেসহ বোটটিকে উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে। পরবর্তীতে ০৪ এপ্রিল সন্ধ্যায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ ২৭ জন জেলেসহ উক্ত বোটটিকে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান এর নিকট হস্তান্তর করে। ৫ এপ্রিল রাত ১২টায় মোংলা ফেয়ারওয়ে বয়ের নিকটবর্তী স্থানে উক্ত জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।