উত্তরবঙ্গগামী মানুষের ঈদ যাত্রা শুরু
- আপডেট টাইম : ০৮:২২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১৩৪ ৫০০০.০ বার পাঠক
পবিত্র মাহে রমজান শেষে আসছে ঈদুল-উল-ফিতর। এই ঈদ উপলক্ষ্যে নিজ নিজ এলাকায় যাত্রা শুরু করেছে উত্তরবঙ্গের ঘরমুখী মানুষ। দেশের উত্তরবঙ্গ ও পশ্চিম উত্তরবঙ্গের প্রবেশ পথ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার বিভিন্ন বাস কাউন্টার গুলোতে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বিভিন্ন বাস কাউন্টার গুলোতে যাত্রীদের চাপ শুক্রবার(৫ এপ্রিল )দুপুর পর্যন্ত খুবই কম। চন্দ্রা বাসস্ট্যান্ডে উত্তরবঙ্গগামী বাস কাউন্টার শ্যামলী এন আর ট্রাভেলস্ এর টিকিট কাউন্টার মাস্টার আবুল কাসেম সময়ের কণ্ঠ পত্রিকাকে কে জানান, অন্যান্য ঈদের তুলনায় এই ঈদে যাত্রীদের ততটা চাপ নেই। এরই মধ্যে যেসব যাত্রীরা অগ্রিম টিকেট কিনে নিয়ে ছিলেন, তারা নিজ পরিবারের অন্যান্য সদস্যদের গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই নিজ নিজ এলাকায় যাত্রা শুরু করেছেন। এজন্যই আজ দুপুর পর্যন্ত ততটা যাতে চাপ নেই আমাদের কাউন্টার গুলোতে বলে তিনি জানান।
গাজীপুরের হাইওয়ে নাওজোর থানার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, যাত্রীদের দুর্ভোগ লাঘবে চন্দ্রা এলাকায় ৩২ টি সিসি ক্যামেরা সহ উন্নত প্রযুক্তির ড্রোন ক্যামেরা দ্বারা গাড়ির গতিবিধি ও যানজট হতে পারে এমন স্থানসহ চন্দ্রা আশপাশের কয়েক কিলোমিটার মহাসড়ক পর্যবেক্ষণ করে যাচ্ছি। এছাড়াও মহাসড়কে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে
সরজমিনে ঘুরে দেখা যায় যে, নাওজোর হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন প্রখর রোদে পুড়ে যানজটমুক্ত রাখতে তিনি চন্দ্রা মহাসড়কে কাজ করা যাচ্ছেন। এদিকে শ্যামলী এন আর পরিবহনের এক বাস ড্রাইভার মোঃ রাজিব হোসেন বলেন, মহাসড়কে পুলিশের তৎপরতায় কোনরকম যানজট দেখি নাই, হবে বলেও মনে হচ্ছে না এবং অন্যান্য ঈদের আগ মুহূর্তের তুলনায় এবার ঈদের আগ মুহূর্তে যাত্রীদের চাপ অনেকটাই কম।